বিশ্বকাপের ডঙ্কা বেজে গেছে। ২২ গজের সেই উত্তেজনা ছড়িয়েছে বর্তমান কিংবা সাবেক, সব ক্রিকেটারের মাঝে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার কিংবদন্তী ক্রিকেটার এবিডি ভিলিয়ার্সের ইউটিউব চ্যানেলে আসন্ন বিশ্বকাপ নিয়ে কথা বলেন পাকিস্তানের দলপতি বাবর আজম। এবারের বিশ্বকাপে আত্মবিশ্বাসে পূর্ণ এক পাকিস্তানকে দেখা যাবে বলে মনে করেন বাবর।
সেই আড্ডায় বাবর জানান, ‘হ্যাঁ, আমরা বিশ্বকাপ জয়ের জন্যই মাঠে নামবো। এখনো আমাদের বেশ আত্মবিশ্বাস রয়েছে। তারুণ্য আর অভিজ্ঞতার সমন্বয়ে আমাদের দল অনেক শক্তিশালী। বিশ্বকাপ নিয়ে আমরা সত্যিই অনেক উত্তেজিত।’
আর তখনই ডি ভিলিয়ার্স তাঁকে জিজ্ঞেস করে ৪০ বছর বয়স পর্যন্ত ক্রিকেট চালিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা। তাছাড়া ক্রিকেট নিয়ে তাঁর ভবিষ্যত পরিকল্পনাও জানতে চান দক্ষিণ আফ্রিকার সাবেক এই উইকেটরক্ষক-ব্যাটার।
তাঁর জবাবে অনেকটা স্বাভাবিক ভাবেই বলেন, ‘সত্যি বলতে, আমি প্রতিদিনের ম্যাচ নিয়ে ভাবছি। কোন বয়সে গিয়ে আমি ক্রিকেটের ইতি টানবো, সেই বিষয়ে আমি এখনো ভাবছি না। আমি এখন শুধুই খেলাটাকে উপভোগ করছি।’
গত বছর অধিনায়কত্ব হারানোর পর বেশ কিছুদিন আগেই আবারও নিজের আসন ফিরে পেয়েছেন বাবর। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ঘুরে ফিরে তাঁর উপরই আস্থা রাখছে বারবার। যদিও বিশ্বকাপের আগে, পাকিস্তান এখনও দেখাতে পারেনি আহারমরি কোনো পারফর্ম্যান্স। তাইতো এখন দেখার বিষয় বিশ্বকাপের মঞ্চে সেই আস্থার কতটুকু প্রতিদান দিতে পারেন বাবর।