আক্ষেপ পুড়িয়ে পারফর্মেন্সের আগুন জ্বালান আলাউদ্দিন বাবু

আলাউদ্দিনের আক্ষেপ হয়ত আছে অনেক। কিন্তু ক্রিকেটটা ভালোবাসেন বলেই এখনও দিয়ে যান নিজের সেরাটা। ক্রিকেটের প্রতি এই নিবেদিত প্রান কি-না নেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল) ২০২৫ এর আসরে। এমন পারফরম্যান্সের পরেও কি দলটা পাওয়াটা তার প্রাপ্য ছিল না! যদি-কিন্তুর প্রশ্নটা তাই রয়েই যায়।

আলাউদ্দিন বাবু , এক আক্ষেপের নাম! মাত্র ১৭ বছর বয়সে ২০০৮ সালে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেটে, এক ইনিংসে আট উইকেট নিয়ে তখন রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন তিনি। সেবারই ডাক পেয়ে যান অনূর্ধ্ব ১৯ দলেও। তবে এরপরে কোথায় যেন হারিয়েই গেলেন তিনি।

বয়সটা ৩৩ পেরিয়ে গেছে, কখনোই আর খেলা হয়নি লাল-সবুজ জার্সিটাতে। তবে ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ তিনি। চলতি এনসিএল টি-টোয়েন্টিতে ৯ ম্যাচে নিয়েছেন ১৯ উইকেট, ইকোনমিটা ছয়েরও নিচে। বনে গেছেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারীও।

এনসিএল টি-টোয়েন্টি ফাইনালেও ঝলক দেখালেন আরেকবার। ইনিংসের দ্বিতীয় ওভারেই টুর্নামেন্টের সেরা ব্যাটার নাইম শেখকে ক্যাচ আউট করে উইকেটের খাতা খুলেন তিনি। অপরপ্রান্ত থেকে আগুন ঝড়ানো তরুণ তুর্কী মকিদুল ইসলামের সাথে পাল্লা দিয়েই ঢাকা মেট্রোকে ধসিয়েছেন বাবু।

 

নিজের দ্বিতীয় ওভারে আবারও আঘাত হানেন তিনি। এবার তাহজিবুল ইসলামকে করলেন বোল্ড আউট। এতেই পাওয়ারপ্লেতে ১৮ রানে পাঁচ উইকেট হারিয়ে তখন ধুকছে ঢাকা মেট্রো।

নিজের দ্বিতীয় স্পেলে ফিরে এসে শেষে তুললেন রাকিবুল হাসানের উইকেটও। ঢাকা মেট্রোর ব্যাটিংয়ের কফিনে শেষ পেরেকটাও মারলেন তিনিই। এতেই ফাইনালে মাত্র ৬২ রানে গুটিয়ে যায় ঢাকা মেট্রো। রান উৎসবের পুরো টুর্নামেন্ট জুড়েই এমন পারফর্ম করে গেছেন তিনি।

অভিজ্ঞ আলাউদ্দিনের আক্ষেপ হয়ত আছে অনেক। কিন্তু ক্রিকেটটা ভালোবাসেন বলেই এখনও দিয়ে যান নিজের সেরাটা। ক্রিকেটের প্রতি এই নিবেদিত প্রান কি-না নেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল) ২০২৫ এর আসরে। এমন পারফরম্যান্সের পরেও কি দলটা পাওয়াটা তার প্রাপ্য ছিল না! যদি-কিন্তুর প্রশ্নটা তাই রয়েই যায়।

 

 

Share via
Copy link