ধোঁয়াশায় বাবরের অধিনায়কত্বের সিদ্ধান্ত

পরিবর্তন, ট্রেনিং, ব্যর্থতা আর আশ্বাসেই ঘুরপাক খাচ্ছে পাকিস্তানের ক্রিকেট। এর সাথে নতুন সংযুক্তি বাবর আজমের অধিনায়কত্ব।

পরিবর্তন, ট্রেনিং, ব্যর্থতা আর আশ্বাসেই ঘুরপাক খাচ্ছে পাকিস্তানের ক্রিকেট। এর সাথে নতুন সংযুক্তি বাবর আজমের অধিনায়কত্ব। এই দলপতির নেতৃত্বের ভবিষ্যত অনেকটা ধোঁয়াশাতেই রয়ে গেল এখনো।

বিশ্বকাপের ব্যর্থতায় পাকিস্তানের ক্রিকেটাররা এখনো সমালোচনার স্বীকার হচ্ছেন। নিন্দা-সমালোচনা যেন পিছুই ছাড়ছে না বাবর আজমদের। পাকিস্তানের অধিনায়ক প্রসঙ্গে মহসিন নাকভী বলেন, ‘এখনো বাবর আজমের নেতৃত্ব নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।’

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভীর মতে, বাবরের অধিনায়কত্বের সিদ্ধান্ত সাবেক ক্রিকেটার এবং হেড কোচ গ্যারি কার্স্টেন নিবেন। তবে তিনি নির্দিষ্ট করে বলেননি কারা হবেন সেই সাবেক ক্রিকেটার।

খর্বশক্তির যুক্তরাষ্ট্রের বিপক্ষে পরাজয়ের মাধ্যমে পাকিস্তানকে নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। প্রথমবারের মত বিশ্বকাপ খেলতে এসেই চমক দেখায় যুক্তরাষ্ট্র। তাছাড়া চির-প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হেরে সেই সমালোচনা বেড়ে যায় কয়েকগুণ।

যদিও বিশ্বকাপের ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটে মেজর সার্জারির আশ্বাস দিয়েছিলেন তিনি। তবে এখন তেমনটা হওয়ার কোনো আভাস পাওয়া যাচ্ছে না। অধিনায়কের আসনে বাবরকেই দেখার নতুন গুঞ্জণ ছড়িয়েছে চারিদিকে।

এই প্রসঙ্গে তিনি বলেন, ‘লোকজন জিজ্ঞেস করছে দলে রদবদল হচ্ছে না কেন। কিন্তু কোনো সিদ্ধান্তই হঠাৎ করে নেয়া উচিত নয়। ভুল সিদ্ধান্ত ক্ষতির কারণ হতে পারে। আমি তাঁদের হয়েই কথা বলছি, যারা পাকিস্তান ক্রিকেটের মঙ্গল চায়।’

নির্বাচন কমিটির নেয়া পদক্ষেপগুলো নাকভীর পছন্দ হয়নি।  তাঁদের বিষয়ে তিনি বলেন, ‘ভুল সিদ্ধান্ত নেয়ার পিছনে যারাই দায়ী তাদেরকেও জবাবদিহিতার আওতায় আনা হবে।’

তিনি পাকিস্তানের সাম্প্রতিক পারফর্ম্যান্সের রিপোর্ট চেয়েছিলেন প্রধান কোচ গ্যারি কার্স্টেন এবং সহকারী কোচ আজহার মাহমুদের কাছে। নাকভী বলেন, ‘কার্স্টেন ইতিমধ্যেই পারফরম্যান্সের প্রতিবেদন জমা দিয়েছেন।’

দলের অভ্যন্তরীণ কোন্দলের বিষয়টি সম্পর্কে তিনি অবহিত বলে জানান। তাছাড়া জাতীয় দলের খেলোয়াড়দের পারফর্ম্যান্স সরাসরি ঘরোয়া ক্রিকেটে পারফর্ম্যন্সের সাথে যুক্ত হবে বলে আশ্বাস দেন।

 

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...