Social Media

Light
Dark

আকাঙ্ক্ষিত প্রাপ্তিই কি শেষ স্বস্তি?

কিন্তু এখানেই নিশ্চয়ই থেমে থাকতে চাইবে না গোটা দল। এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত ২১টি পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। কিন্তু তাতে করে আর যাই হোক টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা সম্ভব নয়।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অবস্থা যাচ্ছেতাই। বলে-কয়ে হারিয়ে দেয় যে কেউ। পাকিস্তানও ঠিক তেমনই মনোভাব নিয়ে নেমেছিল বাংলাদেশের বিপক্ষে। কিন্তু রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে রীতিমত ভরকে দিয়েছে টাইগাররা। বিদেশের মাটিতে নিজেদের সপ্তম টেস্ট জয় তুলে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

টেস্ট ক্রিকেটের দুনিয়ায় বড্ড ধীর পায়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। টেস্ট স্ট্যাটাস পাওয়ার প্রায় দুই যুগ পরে এসে পাকিস্তানের বিপক্ষে মিলেছে জয়। তাও আবার তাদের মাটিতে। ঐতিহাসিক জয় তো নিশ্চিত। তবে বিদেশের মাটিতেও টেস্ট জয় করা সম্ভব, সে বিশ্বাস হয়ত বাংলাদেশ পেতে শুরু করেছিল মাউন্ট মঙ্গানুই টেস্ট থেকে।

সেখান থেকেই পরিকল্পনার সুফলটা বুঝতে শিখেছে বাংলাদেশ। তবে ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই ঘরের মাঠে হারিয়েছিল বাংলাদেশ দল। সেবার সিরিজে দুইটি টেস্ট ম্যাচই জিতেছিল বাংলাদেশ। এরপর আবার পাঁচ বছর অপেক্ষার প্রহর গুণতে হয় টাইগারদের।

২০১৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে টেস্ট জয়ের স্বাদ পেয়েছিল। তবে বড় দলের বিপক্ষে বরাবরই টেস্টে খাবি খেয়েছে বাংলাদেশ। ২০১৩ এর পর আবার চার বছরের অপেক্ষা সেবার কলম্বোতে শ্রীলঙ্কাকে হারিয়েছিল। ঠিক চার বছর পরে আবার জিম্বাবুয়েকে হারায়।

ওই শ্রীলঙ্কা ছাড়া সমমানের দলের বিপক্ষে ভিনদেশে টেস্ট জয় নেই বললেই চলে। কিন্তু ২০২২ সালে নিউজিল্যান্ডের ঘরের মাটিতে তাদেরকে হারায় বাংলাদেশ। সেখান থেকেই মূলত বড় দলগুলোর বিপক্ষে চোখে চোখ রেখে লড়াইয়ের রসদ খুঁজতে শুরু করে বাংলাদেশ।

যদিও এর আগে পরে বাংলাদেশের মাটিতে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মত দলকে হারিয়েছে টাইগাররা। কিন্তু আক্ষেপ রয়ে গিয়েছিলেন পাকিস্তান জয়। ২০০৩ সালে মুলতানে টেস্ট জয়ের দ্বার প্রান্তে ছিল বাংলাদেশ। সেবার আফসোসে পুড়েছে হৃদয়। সেই আক্ষেপের আগুন নেভাতে অবশেষে সক্ষম হয়েছে বাংলাদেশ।

কিন্তু এখানেই নিশ্চয়ই থেমে থাকতে চাইবে না গোটা দল। এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত ২১টি পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। কিন্তু তাতে করে আর যাই হোক, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা সম্ভব নয়। বাংলাদেশ অন্তত আকাঙ্ক্ষিত জয়ে তৃপ্তির ঢেকুর তুলতে চায় না। বরং তাদের লক্ষ্য থাকা উচিত শিরোপায়।

Share via
Copy link