চূড়ান্ত হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দিনক্ষণ৷ আগামী ১৯ জানুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত চলবে দেশের ক্রিকেটের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের এ আসর।
তবে শঙ্কার ব্যাপার হচ্ছে, প্রায় একই সময়ে বিপিএলের সাথে একাধিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফলত, সময়ের দিক থেকে অন্য টুর্নামেন্টের সাথে সাংঘর্ষিক হওয়ায় ভালো মানের বিদেশি ক্রিকেটার পাওয়া নিয়ে শঙ্কা প্রবল।
সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি শুরু হচ্ছে বিপিএল শুরুর একই দিনে, ১৯ জানুয়ারি। যদিও সদ্য আইসিসির লিস্ট ‘এ’ স্বীকৃতি পাওয়া টুর্নামেন্টটি শেষ হবে বিপিএল শেষ হওয়ার সপ্তাহ দুয়েক আগে, ১৭ ফেব্রুয়ারি।
সহযোগী দেশের টুর্নামেন্ট হলেও এ ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টের সিংহভাগ দলই আইপিএলের দলগুলোর মালিকানাধীন। তাই বিদেশি ক্রিকেটার ভেড়ানোর দৌড়ে বিপিএলের চেয়ে স্বাভাবিকভাবেই এগিয়ে থাকবে আইএলটি-২০।
শুধু তাই নয়, সাউথ আফ্রিকা টি-২০ টুর্নামেন্টও হবে বিপিএলের প্রায় একই সময়ে। ১০ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আসরটি। যে টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডট আবার এ বি ডি ভিলিয়ার্স। খুব স্বাভাবিকভাবেই তাই এ আসর নিয়ে আগ্রহ থাকবে বিদেশি ক্রিকেটারদের মধ্যে।
এ ছাড়া, পাকিস্তান সুপার লিগ শুরু হবে মার্চে মাঝামাঝি সময়ে। বিপিএলের গত আসরে আকর্ষণ বাড়িয়েছিল পাকিস্তানি ক্রিকেটাররাই। তবে চুক্তিভূক্ত কোনো পাকিস্তানি ক্রিকেটারই সেবার পুরো আসর খেলতে পারেননি। এবার তার ব্যতিক্রম ঘটার সম্ভাবনা খুবই ক্ষীণ।
এ দিকে ৭ ডিসেম্বর থেকে শুরু হয়েছে অস্ট্রেলিয়ান বিগব্যাশ লিগ। যে টুর্নামেন্টটি শেষ হবে আগামী ২৪ জানুয়ারি। চলতি মাসের ১৯ তারিখে আবার নিউজিল্যান্ডে আবার শুরু হচ্ছে নতুন ফ্র্যাঞ্চাইজি লিগ সুপার স্ম্যাশ। যেটি শেষে হবে ২৮ জানুয়ারি। সব মিলিয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এই জোয়ারে ক্ষতিগ্রস্ত হবে বিপিএলই।
অবশ্য বিপিএল নিয়ে বিসিবির হঠকারিতা শুরু থেকেই। আসর শুরুর এক দশক পেরিয়ে গেলেও এখনও কোনো ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়নি বিপিএলের। পিচ, খেলোয়ারদের মান, ব্রডকাস্টিং মিলিয়ে নিচের সারির টুর্নামেন্টই বিবেচনা করা হয় দেশের একমাত্র এ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টকে। এর সাথে একই সময়ে অন্যান্য টুর্নামেন্ট মাঠ গড়ানোয় তলানির দিকেই ধাবিত হচ্ছে বিপিএল। অন্তত ভালো মানের বিদেশি ক্রিকেটার পাওয়ার দৌড়ে এ আসর শুরুর আগেই পিছিয়ে পড়লো।