ফিলিপসকে চাপে ফেলার পরিকল্পনা হয়েছে ‘বুমেরাং’

পরিকল্পনামাফিক পার্টটাইমার গ্লেন ফিলিপসের উপর চড়াও হতে চেয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। সে কাজ করতে গিয়েই দারুণ শুরু পাওয়ার পরও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ফিরেছেন ৩৭ রানে।

প্রায় বছরখানেক বাদে সেঞ্চুরির সুযোগ এসেছিল মাহমুদুল হাসান জয়ের সামনে। ইনিংসের ভীত গড়ে ফেলেছিলেন। টেস্ট মেজাজে ব্যাট করে সেঞ্চুরির কাছাকাছি পৌছেও গিয়েছিলেন জয়। তবে শতক থেকে ১৪ রান দূরে থাকতেই আউট হয় ফিরতে হয়েছে ডান-হাতি এই ওপেনারকে।

স্বাভাবিকভাবেই আক্ষেপে পুড়ছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক সেঞ্চুরি ছাড়া আর কোন সেঞ্চুরির দেখা পাননি জয়। খেলে ফেলেছেন দশটি টেস্ট ম্যাচ। যদিও এখনও একটি ইনিংস বাকি। তবে সুবর্ণ সুযোগটা হাতছাড়া হয়ে যাওয়ার বেশ হতাশ জয়।

তিনি বলেন, ‘অবশ্য। হ্যাঁ দেখেন ওপেনার হিসেবে আমার প্রতিদিন সুযোগ আসে না সেট হওয়ার। একটা ইনিংসে আমি মিস করছি। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যে সামনে আরও ভালো করার।’ জয় নিশ্চিতরুপেই হয়ত চেষ্টা করবেন পরবর্তী ইনিংসে, তিন অংকের সেই ম্যাজিকাল ফিগারে পৌঁছাতে।

তবে বাংলাদেশের প্রতিটা ব্যাটার সেই ধারায় চেষ্টাটা করবেন কিনা সেই প্রশ্ন থেকেই যায়। আজকের দিনে প্রতিটা বাংলাদেশী ব্যাটারই বাইশ গজে সেট হওয়ার সুযোগ পেয়েছেন। হয়েছেনও অনেকেই। তবে অধিকাংশের ইনিংসই থেমেছে পঞ্চাশ রানের বহু আগেই। সেখানেই বরং পরিকল্পনা থেকে পিছিয়ে গিয়েছে বাংলাদেশ দল।

এ নিয়ে জয় বলেন, ‘সবাই মোটামুটি ভালো স্টার্ট করছিল বাট ইনিংসটা বিল্ড আপ করতে পারে নাই। আক্ষেপের ব্যাপার। আমাদের তো পরিকল্পনা ছিল ৩৫০-৩৮০ রান হলে খুব ভালো হতো। কিন্তু দূর্ভাগ্যজনক বশত হয় নাই।’ পরিকল্পনার কাছাকাছি একটা অবস্থানে অবশ্য যেতে পেরেছে বাংলাদেশ। তবে পরিস্থিতি আরও খানিকটা স্বস্তিদায়ক হতে পারত বাংলাদেশের জন্যে।

পরিকল্পনামাফিক পার্টটাইমার গ্লেন ফিলিপসের উপর চড়াও হতে চেয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। সে কাজ করতে গিয়েই দারুণ শুরু পাওয়ার পরও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ফিরেছেন ৩৭ রানে। জয় মনে করেন সেটা পরিকল্পনার অংশ। তাছাড়া ফিলিপসকে চাপে ফেলতেই আগ্রাসী ভূমিকায় খেলছিলেন শান্ত।

তিনি বলেন, ‘শান্ত ভাই তো নরমালি এমনভাবে ব্যাটিং করে। উনি ওনার প্ল্যান অনুযায়ী যেভাবে ন্যাচারাল ব্যাটিং করে সেভাবেই করছে। ও ওকেশনাল বোলার ছিল। আমরা যদি ওকে চার্জ না করি তাহলে হয়তো দেখা গেল ও যদি ভালো বোলিং করে মেইন বোলাররা আমাদের আরও বেশি চেপে ধরবে।’

পার্টটাইম বোলারের উপর চড়াও হতে গিয়েই উইকেট খুইয়েছে বাংলাদেশ। গ্লেন ফিলিপসের পকেটে গিয়ে জমা পড়েছে চারটি উইকেট। তবুও দিনশেষে নিউজিল্যান্ডের বিপক্ষে ভাল করবার প্রত্যয় ব্যক্ত করেছেন শান্ত। তিনি বলেন, ‘আমাদের স্কোরবোর্ডে ৩০০ রান আছে। এখনও একটা ভালো পজিশনে আছি। আমরা এখন চেষ্টা করব যে, ওই রানের মধ্যে যে আমাদের মানসম্মত স্পিনার আছে, ভালো জায়গায় যদি বোলিং করতে পারে ইনশাআল্লাহ ওদের কম রানে অলআউট করা সম্ভব’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...