Social Media

Light
Dark

গুজরাট ছেড়ে মুম্বাইয়ে কেন ফিরলেন পান্ডিয়া?

গুজরাট টাইটান্সের হয়ে হার্দিক পান্ডিয়ার অধ্যায়টা এখন অতীত। আইপিএলের পথচলাটা যে দলের হয়ে শুরু হয়েছিল, সেই মুম্বাই ইন্ডিয়ানস শিবিরেই আবারো ফিরছেন এ অলরাউন্ডার। আইপিএলের ট্রেডিং উইন্ডোতে তাঁকে দলে ভিড়িয়েছে আইপিলের দ্বিতীয় সফলতম দলটি।

২০২২ সালের নিলামে পান্ডিয়াকে কিনতে ১৫ কোটি রুপি খরচ করেছিল গুজরাট। সেই একই অর্থের বিনিময়ে এবার তাঁকে ফিরিয়েছে মুম্বাই। তবে এ ট্রান্সফার ফি ৫০ শতাংশ যাবে পান্ডিয়ার পকেটে।

গুজরাট টাইটানসকে অভিষেক মৌসুমেই শিরোপা এনে দেওয়া পান্ডিয়া এর আগে ২০১৫ থেকে ২০২১ মৌসুম পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ানসে খেলেছেন। যেখানে ৪ বার আইপিএল শিরোপা জয়ের সারথি ছিলেন তিনি। প্রশ্ন হচ্ছে, গুজরাট ছেড়ে কেন মুম্বাইয়ে ফিরলেন এ অলরায়ন্ডার? আর এই যাত্রায় কী হারাবেন পান্ডিয়া?

প্রথমত, ভারতের টি-টোয়েন্টি দলের নেতৃত্বের গুরুদায়িত্ব রয়েছে পান্ডিয়ার কাঁধে। এই যাত্রায় গুজরাটের হয়ে অধিনায়কত্ব দারুণ ভূমিকা রেখেছিল ভারতের অধিনায়ক হওয়ার ক্ষেত্রে। গুজরাটের হয়ে দুই মৌসুমে দুইবারই দলকে ফাইনালে তুলেছিলেন তিনি। আইপিএলে পান্ডিয়ার তাই নিজের একটা দলই হয়ে উঠেছিল এই গুজরাট টাইটানস।

তবে গুজরাট ছেড়ে যখন মুম্বাইয়ে ফিরে যাচ্ছেন তিনি, তখন সহসাই দলটির নেতৃত্ব পাচ্ছেন না তিনি। কারণ দলে রয়েছেন রোহিত শর্মা। যার হাত ধরে ৫ বার আইপিএল শিরোপা জিতেছে মুম্বাই। অনেকেই মনে করছেন, হার্দিককে ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে দলে ভিড়িয়েছে মুম্বাই। তবে সেই সম্ভাবনা আপাতত আশা নিরাশার দোলাচলেই আটকে থাকবে।

অবশ্য পান্ডিয়ার প্রস্থানে নতুন অধিনায়ক খুঁজে পেয়েছে গুজরাট টাইটানস। আগামী আসর থেকে এই দলকে নেতৃত্ব দিবেন শুভমান গিল। কে জানে, এই গিলের মাঝে শুধু ফ্রাঞ্চাইজি ক্রিকেট নয়, ভারতের ভবিষ্যৎ অধিনায়ক হওয়ার সম্ভাবনার দ্বারও উন্মোচিত হতে পারে।

দ্বিতীয়ত, দুই আসর বাদে মুম্বাই ফ্রাঞ্চাইজির পান্ডিয়াকে ফেরানোর যথেষ্ট কারণ রয়েছে। পান্ডিয়া দল ছাড়ার পর থেকেই সেভাবে জ্বলে উঠতে পারেনি মুম্বাই ইন্ডিয়ানস। মূলত, এই দলে পেস বোলিং অলরাউন্ডারের বড় একটা ঘাটতি তৈরি হয়েছিল। যে শূন্যতা পূরণ করা যায়নি ক্যামেরুন গ্রিনকে দলে ভিড়িয়েও। এ কারণেই গ্রিনকে ছেড়ে দিয়ে পুরনো সদস্য হার্দি পান্ডিয়ার উপরেই ভরসা রেখেছে মুম্বাই।

আর এভাবে নিজের পুরনো দলে ফিরে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন পান্ডিয়াও। মুম্বাই ইন্ডিয়ানসের টুইটারে পোস্ট করা এক ভিডিও বার্তায় এ অলরাউন্ডার বলেন, ‘আমি ফিরে এসেছি। রোহিত, বুমরাহ, সুরিয়া, ইশান, পলি (পোলার্ড), মালিঙ্গা আবার শুরু করা যাক। অনেকগুলো কারণে মুম্বাইয়ে ফিরে আসার অনুভূতি আমার কাছে বিশেষ। ২০১৩ সালে প্রথমবার আমি মুম্বাই ইন্ডিয়ানসের নজরে পড়েছিলাম। ২০১৫ সালে তাদের সঙ্গে যাত্রা শুরু করেছিলাম। পেছনে ফিরে তাকালে সেই ১০ বছর আমার কাছে বিশেষ মনে হয়। অনুভূতিগুলো এখনো ফুরিয়ে যায়নি। আমি সেখানেই ফিরলাম, যেখান থেকে আমার পুরো ক্রিকেটের যাত্রা শুরু হয়েছিল। মুম্বাইয়ের হয়ে আমি সম্ভাব্য সবকিছু অর্জন করেছি। এই দল আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছে।’

২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত সাত মৌসুমে মুম্বাইয় ইন্ডিয়ানসের হয়ে ৯২ ম্যাচ খেলেছেন পান্ডিয়া। ২৭.৩৩ গড়ে, ১৫৩ স্ট্রাইক রেটে করেছেন ১৪৭৬ রান। বল হাতে নিয়েছেন ৪২ উইকেট। দুই মৌসুম বাদে আবারো এই দলেই ফিরছেন তিনি। যদিও অধিনায়কত্বের আর্মব্যান্ডে আইপিএলের পরের আসরে না দেখার সম্ভাবনাই প্রবল। তবে রোহিতের নেতৃত্বে নিজেকে হয়তো পোক্ত করে তোলার দিকেই চোখ থাকবে এ অলরাউন্ডারের। এখন দেখার পালা, মুম্বাইয়ের হয়ে প্রত্যাবর্তনটা ঠিক কতটা রাজসিক হয়।

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link