রান পাহাড়ে হড়কেছে বাংলাদেশের পা

এরপর জেমস ভিন্সকেও দ্রুত ফেরান তাইজুল ইসলাম। কিন্তু এক প্রান্ত আগলে রেখে বাংলাদেশের বোলারদের শাসন করছিলেন জেসন রয়। ৯৬ রানে তিন উইকেট হারানোর পর জেসন রয়- জস বাটলারের দারুণ এক জুটিতে বিশাল স্কোরের ভিত পায় ইংলিশরা। ৯৩ রানে ১০৯ রানে জুটি গড়েন রয় আর বাটলার।

ইংল্যান্ড বাদে গত আট বছরে বাংলাদেশের মাটিতে খেলতে আসা সব দলকেই ওয়ানডেতে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। এবার সেই সুযোগ ছিল। প্রথম ওয়ানডে হেরে যদিও অনেকটাই ব্যাকফুটে টাইগাররা। তাই দ্বিতীয় ওয়ানডে জয়ের বিকল্প ছিল না তামিম ইকবালের দলের সামনে। এমন ম্যাচে টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান তামিম।

আগের ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়েই এ ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। অধিনায়ক তামিম দুই প্রান্তেই শুরু করেন দুই স্পিনারকে দিয়ে। যদিও সাকিব তাইজুলরা ব্রেক থ্রু এনে দিতে পারেননি তামিমকে। বাংলাদেশকে প্রথম সাফাল্য এনে দেন তাসকিন আহমেদ। স্লিপে দাঁড়ানো নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত এক ক্যাচে সাত রান করে ফিরে যান ফিল সল্ট।

এরপর ডেভিভ মালানকে নিয়ে ৫৮ রানের ঝোড়ো এক জুটি গড়ে তোলেন জেসন রয়। গত ম্যাচের সেঞ্চুরি করা ডেভিড মালান অবশ্য এবার বেশি দূর আগাতে পারেননি। মিরাজের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হন ১১ রান করে।

এরপর জেমস ভিন্সকেও দ্রুত ফেরান তাইজুল ইসলাম। কিন্তু এক প্রান্ত আগলে রেখে বাংলাদেশের বোলারদের শাসন করছিলেন জেসন রয়। ৯৬ রানে তিন উইকেট হারানোর পর জেসন রয়- জস বাটলারের দারুণ এক জুটিতে বিশাল স্কোরের ভীত পায় ইংলিশরা। ৯৩ বলে  ১০৯ রানের জুটি গড়েন রয় আর বাটলার।

প্রথম থেকেই আক্রমণাত্মক খেলতে থাকা রয় ক্যারিয়ায়ের ১২ তম সেঞ্চুরি তুলে নেন। সাকিব আল হাসানের বলে আউট হবার আগে ১২৪ বলে ১৩২ রানের অসাধারণ এক ইনিংস খেলেন রয়। ১২৪ রানের এই ইনিংসে ১৮ টি চার ও একটি ছক্কা হাঁকান রয়।

জেসন রয় আউট হবার পর উইল জ্যাকসও দ্রুত ফিরে গেলে কিছুটা খেলায় ফেরে বাংলাদেশ। কিন্তু রয়ের অসম্পূর্ণ কাজ শেষ করতে থাকেন অধিনায়ক জস বাটলার। পাঁচ চার আর দুই ছক্কায় ৬৪ বলে ৭৬ রানের ইনিংস সাজান বাটলার। মেহেদি হাসান মিরাজের নিজের বোলিংয়ে অসাধারণ ফিরতি ক্যাচে আউট হন তিনি।

বাটলার আউট হলেও থামেনি ইংলিশদের তাণ্ডব। মঈন আলির ৩৫ বলে ৪২ আর এ ম্যাচে একাদশে যুক্ত হওয়া স্যাম কারানের ১৯ বলে ৩৩ রানের ক্যামিওতে সাত উইকেটে ৩২৬ রানের পাহাড়ে চড়ে সফরকারীরা। বাংলাদেশের পক্ষে ৬৬ রানে তিন উইকেট নেন তাসকিন।

সিরিজ বাঁচানোর ম্যাচে নিজেদের সেরাটা দেবার চেয়ে অনেকটা দূরে ছিলেন বাংলাদেশের বোলার ফিল্ডাররা। একের পর এক ফিল্ডিং মিস আর একটি ক্যাচ মিসে খেলার নিয়ন্ত্রণ ধরতে পারেনি টাইগাররা। বোলারদের কেউই আজ সেরা ফর্মে ছিলেন না। ইংলিশ ব্যাটারদের সামনে যেন লেন্থই খুঁজে পাচ্ছিলেন না তাসকিন,মিরাজরা।

সিরিজ বাঁচাতে ৩২৭ রানের বিশাল টার্গেট তাড়া করছে বাংলাদেশ। কিন্তু শুরুতেই লিটন,শান্ত আর মুশফিকের উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে পড়েছে টাইগাররা। পাহাড় চূড়ায় যাবার পথে শুরুতেই পা হড়কেছে তিন আরোহীর।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...