বোলিংয়ে ধারাবাহিকতা, ব্যাটিংয়ে প্রয়োজন পরিবর্তন

সকালের সূর্য কখনো পুরো দিনের কথা বলে না – নেপালের বিপক্ষে সেটাই প্রমাণ করলো বাংলাদেশ। ব্যাট হাতে শোচনীয় শুরুর পরেও বড় জয় তুলে নিয়েছে টাইগাররা; ওপেনিং স্পেলে তানজিম হাসান সাকিবের দুর্ধর্ষ বোলিং, মুস্তাফিজুর রহমানের মোহনীয় মায়াতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বনিন্ম রান ডিফেন্ড করার রেকর্ড গড়েছে এদিন।

তাই তো বোলারদের নিয়ে দারুণ খুশি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, এমন পারফরম্যান্সের ধারাবাহিকতা সুপার এইটেও ধরে রাখা যায় সেটাই প্রত্যাশা তাঁর। তবে ব্যাটিংয়ের হতশ্রী অবস্থা পরিবর্তন করতে চান তিনি।

ম্যাচ পরবর্তীতে এই বাঁ-হাতি বলেন, ‘এই রাউন্ডে আমাদের পারফরম্যান্সে সন্তুষ্ট, আশা করি এমন বোলিং পরের পর্বেও দেখতে পাবো। তবে ব্যাটিং নয়। আমরা জানতাম এই রান ডিফেন্ড করা সম্ভব, পেসাররা অনেক পরিশ্রম করেছে। ফিল্ডিংয়েও ভাল করেছে সবাই।’

সেরা আটে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান, অস্ট্রেলিয়া আর ভারত। তাঁদের বিপক্ষেও নিজেদের সেরাটা দিতে চান শান্ত। তিনি বলেন, ‘এখন আমার ছন্দে আছি। বিশ্বকাপের মত জায়গায় মোমেন্টাম খুবই গুরুত্বপূর্ণ, পরের ম্যাচগুলোতেও এটা ধরে রাখতে চাই।’

ম্যাচসেরা তানজিম সাকিব আছেন উড়ন্ত ফর্মে, নতুন বলে এখন নিঃসন্দেহে দেশসেরা পেসার তিনি। তবে বোলিংয়ের সময় বেশি হিসেব নিকেশ করতে চান না, বরং সহজ পরিকল্পনাতেই ব্যাটারদের ঘায়েল করতে দৃঢ় প্রতিজ্ঞ। সেই সাথে বিশ্বকাপের বাকি অংশে ভাল করার ব্যাপারেও আত্মবিশ্বাসী এই পেসার।

তিনি বলেন, ‘আমি আমার পরিকল্পনায় অটল ছিলেন। ভাল জায়গায় বল করতে পারলে উইকেট আসবেই জানতাম। আমাদের পুরো বোলিং ইউনিট-ই অসাধারণ, সবাই ভাল পারফরম করছে। মুস্তাফিজ আজ ডেথে ‘উইকেট মেডেন’ এর দেখা পেয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link