ওপেনার নিয়ে চিন্তাই বাদ দিয়েছে বাংলাদেশ

ওপেনিং জুটিতে শেষ কবে বলার মত রান পেয়েছে বাংলাদেশ সেটা ভুলতেই বসেছে ভক্ত-সমর্থেকরা। তামিম ইকবাল থাকাকালীন তিনিও ছিলেন না ছন্দে, আর এখন তাঁর স্থলাভিষিক্ত তানজিদ হাসান তামিমও পারছেন না পারফর্ম করতে। আরেক ওপেনার লিটন দাসও বড্ড অধারাবাহিক।

ওপেনিং জুটিতে শেষ কবে বলার মত রান পেয়েছে বাংলাদেশ সেটা ভুলতেই বসেছে ভক্ত-সমর্থেকরা। তামিম ইকবাল থাকাকালীন তিনিও ছিলেন না ছন্দে, আর এখন তাঁর স্থলাভিষিক্ত তানজিদ হাসান তামিমও পারছেন না পারফর্ম করতে। আরেক ওপেনার লিটন দাসও বড্ড অধারাবাহিক।

সব মিলিয়ে সবাই যখন উদ্বোধনী ব্যাটারদের নিয়ে দুশ্চিন্তায়, নাজমুল হোসেন শান্তের কণ্ঠে শোনা গেল অন্য কথা। ওপেনিং নিয়ে চিন্তাই বাদ দিয়েছে বাংলাদেশ – এমনটাই জানিয়েছেন তিনি।

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসেছেন নাজমুল শান্ত। সেখানে তিনি বলেন, ‘আমার মনে হয় আমাদের ওপেনিং নিয়ে আর দুশ্চিন্তা করা উচিত নয়। টপ অর্ডারের সবাই প্রস্তুতি নিয়েই এসেছে। দলের জন্য সবাই চেষ্টা করছে। আশা করি সামনের দিনগুলোতে টপ অর্ডার থেকে ভালো রান পাব। স্বাধীনতা নিয়ে ব্যাট করলে ভালো কিছু করা সম্ভব।’

আফগানিস্তানের বিপক্ষে ছয় উইকেটের বড় জয় পেয়েছিল বাংলাদেশ, পরের ম্যাচে ঠিক উল্টোটা ঘটেছে। বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে বিশাল ব্যবধানে হারতে হয়েছে টাইগারদের – তবে দুই ম্যাচেই টপ অর্ডারের চিত্র ছিল একই। আফগানদের বিরুদ্ধে ২৭ রানে দুই উইকেট হারিয়েছিল সাকিব আল হাসানের দল, আর ইংলিশদের সাথে ১৪ রানেই আউট হয়েছেন দুই টপ অর্ডার ব্যাটার।

এ ব্যাপারে শান্ত বলেন, ‘নতুন বলের বিপক্ষে ব্যাটিং করা যেকোনো পরিস্থিতিতেই চ্যালেঞ্জিং। যদি দ্রুত ২-৩ উইকেট পড়ে যায়, তাহলে আমরা কীভাবে ফিরে আসব সেটা বেশি গুরুত্বপূর্ণ। ২-৩ উইকেট দ্রুত চলে যাওয়া মানে কম রানে অলআউট হওয়া নয়। তবে শুরুটা ভালো হলে দলের ভালো করার সম্ভাবনা বেশি।’

অন্যদিকে তানজিদ তামিমের ফর্ম নিয়ে এখনি কিছু বলতে নারাজ টাইগার ব্যাটার। তরুণ ওপেনারকে আরো সময় দিতে চান তিনি। বাংলাদেশের ‘নাম্বার থ্রি’ বলেন, ‘এখন পর্যন্ত সে পাঁচ ছয় ম্যাচ খেলেছে।কারো মানিয়ে নিতে কম সময় লাগে, কারো বেশি – সবার আপাতত তাঁর ওপর বিশ্বাস রাখা জরুরি। আশা করি সে পরের ম্যাচগুলোতে ভাল করবে।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...