আর কঠিন সেই লড়াইয়ে নামার আগেই নিজেদের অন্যতম সেনানী তামিমকে হারিয়েছে বাংলাদেশ। ওপেনার তামিম ইকবাল খেলতে পারেননি ওয়ানডে সিরিজ। এবার প্রথম টেস্টেও খেলা হচ্ছেনা তাঁর। ফলে তামিমকে ছাড়াই পরিকল্পনা সাঁজাতে হচ্ছে অধিনায়ক সাকিব আল হাসানকে।
আর কঠিন সেই লড়াইয়ে নামার আগেই নিজেদের অন্যতম সেনানী তামিমকে হারিয়েছে বাংলাদেশ। ওপেনার তামিম ইকবাল খেলতে পারেননি ওয়ানডে সিরিজ। এবার প্রথম টেস্টেও খেলা হচ্ছেনা তাঁর। ফলে তামিমকে ছাড়াই পরিকল্পনা সাঁজাতে হচ্ছে অধিনায়ক সাকিব আল হাসানকে।
অথচ সেই সাকিবও এবার দোটানায়। ওয়ানডে সিরিজে পাওয়া চোট এখনো সেড়ে উঠেনি। এমনকি আজ চট্টগ্রামে হাসাপাতালে গিয়েছিলেন সাকিব। ফলে আগামীকাল সকালে সাকিব মাঠে নামতে পারবেন কি পারবেন না সেটা এখনো নিশ্চিত নয়।
ফলে প্রথম টেস্টের আগে সবমিলিয়ে বেশ বাজে পরিস্থিতিতেই আছে বাংলাদেশ। ম্যাচের আগের রাতেও একাদশের বেশ কয়েকটি জায়গা নিয়েই আছে সংশয়। টপ অর্ডার কিংবা বোলিং লাইন আপ সব জায়গাতেই আছে টেনশন।
টপ অর্ডারে বাংলাদেশের দুশ্চিন্তাটাই সবচেয়ে বেশি। একপ্রান্রে বাংলাদেশের হয়ে ওপেন করবেন মাহমুদুল হাসান জয়। অপর প্রান্তে বাংলাদেশের হয়ে ওপেন কে ওপেন করবেন সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। জয়ের সাথে ওপেনার হিসেবে দেখা যেতে পারে নাজমুল হোসেন শান্তকেও।
ওদিকে টপ অর্ডারে অভিষেক হতে চলেছে জাকির হাসানের। ঘরোয়া ক্রিকেটে রানের পর রান করে জাতীয় দলে ডাক পড়েছে এই ব্যাটারের। আর আগামীকালই ভারতের বিপক্ষে অভিষেক হতে পারে জাকিরের। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমন আভাষই দিয়েছেন হেড কোচ রাসেল ডোমিঙ্গ।
তিনি বলেন,’ ‘আমি জাকিরকে নিয়ে খুবই রোমাঞ্চিত। তার জীবনীশক্তি দারুণ। সে ঘরোয়াতে কী করেছে, জানি আমি। বাংলাদেশের হয়ে একটা টি-টোয়েন্টি খেলেছিল। সে যেভাবে রান করে, আমার ভালো লাগে। সে কিছুটা তামিমের (ইকবাল) মতো ব্যাট করে। ইতিবাচক ব্যাটিং। আশা করি সে ভালো ও দ্রুত একটা শুরু পাবে কাল।’
ওদিকে পেসার তাসকিন আহমেদকেও প্রথম টেস্টে পাচ্ছেনা বাংলাদেশ। ইনজুরি থেকে এখনো পুরোপুরি সেড়ে উঠেননি এই পেসার। আর তাঁকে নিয়ে কোন রিস্ক নিতে চায় না বাংলাদেশ। তাঁকে বিশ্রাম দেয়ার ব্যাপারে রাসেল ডোমিঙ্গ বলেন,’ ‘তাসকিনকে নিয়ে ঝুঁকি নেব না প্রথম টেস্টে। তাকে কিছু ইনজেকশন নিতে হয়েছে। চট্টগ্রামে এমন কন্ডিশনে এক-দেড় দিন বোলিং করা, তার জন্য হয়তো ভালো হবে না। প্রথম ম্যাচে তাকে বিশ্রাম দেব।’
এছাড়া উইকেটের পিছনে দেখা যেতে পারে নুরুল হাসান সোহানকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্টেও তিনিই ছিলেন বাংলাদেশের উইকেট কিপার। আর উইকেটের পিছনকে সোহানকে দেখতে চান হেড কোচ।
তিনি বলেন,’ ‘আমি চাই, সোহান (নুরুল) কিপিং করুক। ওয়েস্ট ইন্ডিজে শেষ টেস্টেও সে দুর্দান্ত ছিল। সে এ জন্য উপযুক্ত, ভালো কিপার। স্টাম্পের পেছনে একটা প্রতিদ্বন্দ্বিতার ভাব রাখে সব সময়, বেশ সরব। জায়গাটা তার প্রাপ্য। তার প্রতি আমার সমর্থন আছে। টেস্ট দলে তার পারফরম্যান্স ভালো। আমার মনে হয়, তার টেস্টে গড় ৪০-এর মতো। সে-ই কাল উইকেটকিপিং করবে।’