সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া সেই বৈশ্বিক আসরের সূচি এরই মধ্যে প্রকাশ করেছে আইসিসি। তবে এই সংস্করণের বিশ্বকাপের বছরে বাংলাদেশের ব্যস্ততা বেশি টেস্ট ক্রিকেটে।
চলতি বছরে ১৪ টা টেস্ট খেলবে টাইগাররা। ফলত, আলাদা করে বিশ্বকাপ প্রস্তুতি নেওয়ার সুযোগ থাকছে না বাংলাদেশের। আর সে কারণেই টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে কিছু টেস্ট কাটছাঁট করতে পারে বিসিবি।
সে ক্ষেত্রে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হওয়ায় জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট স্থগিত করতে পারে বাংলাদেশ। এ ব্যাপারে স্পষ্ট কিছু না বললেও এমনটাই আভাস দিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।
দেশের এক শীর্ষ গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা টি-টোয়েন্টিতে ফোকাস করছি সামনে যেহেতু বিশ্বকাপ আছে। এখন এই টেস্ট সিরিজ নিয়ে কথা হচ্ছে সিদ্ধান্ত হলে জানিয়ে দিব।’
আগামী মে মাসে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে দল। আইসিসির এফটিপি অনুযায়ী জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট ও পাঁচটি টি-টোয়েন্টি খেলার কথা বাংলাদেশের। তবে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ হলেও এই দুটি টেস্ট খেলা নিয়ে বেশ অনিশ্চয়তা রয়েছে। অন্তত, বিসিবির ভাষ্যমতে, টেস্ট সিরিজটা মাঠে না গড়ানোর সম্ভবনাই বেশি৷
অবশ্য এ বছর জুড়েই ব্যস্ত সময় কাটাবে বাংলাদেশ। আগামী ১৯ জানুয়ারি থেলে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বিপিএলের দশম আসর শেষ হতে না হতেই আছে শ্রীলঙ্কার বিপক্ষে রয়েছে দ্বি-পক্ষীয় সিরিজ। এ সিরিজে দুটি টেস্ট ও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।