মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আবারও ক্রিকেটে ফিরছেন আম্বাতি রায়ডু!

২০২৩ আইপিএল দিয়েই ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন আম্বাতি রায়ডু। বাইশ গজকে বিদায় বলার পর রাজনীতির ময়দানে নতুন ইনিংস শুরু করেছিলেন সাবেক ভারতীয় এ ক্রিকেটার। সেই যাত্রায় অন্ধ্রপ্রদেশের শাসক দল ওয়াইএসআর কংগ্রেসে যোগও দিয়েছিলেন তিনি। কিন্তু যোগদানের ৮ দিনের মাথায় হঠাতই রাজনীতি ছেড়ে আবারো ক্রিকেটে ফেরার ঘোষণা দিয়েছেন এ ক্রিকেটার। 

২০২৩ আইপিএল দিয়েই ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন আম্বাতি রায়ডু। বাইশ গজকে বিদায় বলার পর রাজনীতির ময়দানে নতুন ইনিংস শুরু করেছিলেন সাবেক ভারতীয় এ ক্রিকেটার। সেই যাত্রায় অন্ধ্রপ্রদেশের শাসক দল ওয়াইএসআর কংগ্রেসে যোগও দিয়েছিলেন তিনি। কিন্তু যোগদানের ৮ দিনের মাথায় হঠাতই রাজনীতি ছেড়ে আবারো ক্রিকেটে ফেরার ঘোষণা দিয়েছেন এ ক্রিকেটার।

আগামী ২০ তারিখ থেকে দুবাইয়ে শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি(আইএলটি-২০)। সংযুক্ত আরব আমিরাতের এই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট দিয়েই আবারো ক্রিকেটে ফিরছেন রায়ডু। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক এ ভারতীয় ক্রিকেটার মাঠে ফেরা নিয়ে লেখেন, ‘আইএলটি২০-তে মুম্বাই ইন্ডিয়ান্স এমিরেটসের হয়ে খেলব। এ কারণেই রাজনীতি থেকে আপাতত সরে যাচ্ছি। কেননা এই ধরনের পেশাদার লিগ খেলার সময় রাজনীতিতে যুক্ত থাকা যায় না।’

গত ২৮ ডিসেম্বর অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআরসিপি-তে নাম লেখান চেন্নাই সুপার কিংসের সাবেক এ ক্রিকেটার। মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডিই বিজয়ওয়াড়ায় এদিন তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী নারায়ণ স্বামীও। তাছাড়া ‘আদুধাম অন্ধ্র’ বলে ৪৫ দিনের একটি ক্রীড়া উৎসবের আয়োজন করে ওয়াইএসআরসিপি। সেই উৎসবের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছিল রায়ডুকে।

কিন্তু কিছুদিন না যেতেই মত পাল্টে ফেললেন তিনি। অবশ্য রাজনীতিকে পুরোপুরি বিদায় বলছেন না রায়ডু। সাময়িক সময়ের বিরতিকে ইঙ্গিত করে তিনি বলেছেন, ‘কিছু সময়ের জন্য ওয়াইএসআরসিপি দল এবং রাজনীতি থেকে সরে যাচ্ছি। পরবর্তী সিদ্ধান্ত শীঘ্রই জানাব।’

 

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...