হংকংকে সাত উইকেটের ব্যবধানে হারাল বাংলাদেশ। তবে প্রত্যাশার সবটুকু মেটাতে পারল কি লিটনরা? সহজ জয় পেল ঠিকই তবে কিছু সংশয় রয়েই গেল। দিনশেষে এই গ্রুপে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, নেট রান রেটের হিসাবটা বাধা হয়ে দাঁড়াবে না তো পরবর্তীতে?
টস ভাগ্যে জিতলেন লিটন দাস। চ্যালেঞ্জ নেওয়ার সাহস দেখালেন না, বেছে নিলেন ফিল্ডিংটা। প্রথম ওভারে বল হাতে এলেন শেখ মেহেদী। ভাগ্য সহায় থাকলে উইকেটের দেখা পেতে পারতেন। লেগ বিফোরের জোরালো আবেদনেও আম্পায়ারের কলে সে যাত্রায় বেঁচে যান হংকং ওপেনার জিসান আলী।
তবে দ্বিতীয় ওভারে ঠিকই উইকেট তুলে নেন তাসকিন আহমেদ, ফেরান আনশুমান রাঠকে। পরের শিকার তানজিম হাসান সাকিবের। বাবর হায়াতের কাছে ছক্কা হজম করার ঠিক পরের বলেই স্টাম্প উপড়ে ফেলেন তিনি। পাওয়ার প্লে শেষে হংকংয়ের সংগ্রহ দাঁড়ায় দুই উইকেট হারিয়ে ৩৪ রান।

এরপর সতর্ক অবস্থানে থেকেই বাংলাদেশের বোলারদের মোকাবিলা করতে থাকেন জিসান আলী এবং নিজাকাত খান। ৩১ রানের জুটিও গড়ে ওঠে তাঁদের দুজনের। তবে তানজিম সাকিব আবারও ত্রাতা হয়ে আসেন, জিসানকে থামতে হয় ৩০ রানের মাথায়।
এরপরই যেন বাংলাদেশের বোলাররা কিছুটা ছন্নছাড়া হয়ে যায়। ইয়াসিম মোর্তজা আর নিজাকাত মিলে দেখেশুনেই সামলাতে থাকেন রিশাদ-সাকিবদের। তাঁদের ব্যাট স্কোরবোর্ডে যোগ হয় ৪৬ রান। ব্যক্তিগত ৪২ রানের মাথায় নিজাকাত রান আউটে কাটা পড়ার আগে অবশ্য হংকংয়ের লড়াই করার পুঁজি চলে আসে।
১৯তম ওভারে রিশাদ দুই উইকেট তুললেও শেষ পর্যন্ত হংকংয়ের সংগ্রহ দাঁড়ায় ১৪৩ রান। বাংলাদেশের বোলাররা যে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি। সেরা বোলিং ফিগারটা তানজিম সাকিবের, চার ওভারে ২১ রান দিয়ে নেন দুই উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের দুই ওপেনিং জুটিটা জমে ওঠার আগেই শেষ হয়ে যায়। ব্যক্তিগত ১৯ রানের মাথায় ফিরে যান পারভেজ হোসেন ইমন। এরপর থেকেই রানের গতি কমতে শুরু করে বাংলাদেশের।
তানজিদ তামিমও স্ট্রাগল করেছিলেন, ১৮ বলে ১৪ রানের ইনিংস খেলে বিদায় বলে দেন। তবে লিটন আর হৃদয়ের ব্যাটে কোনো অঘটন না ঘটিয়ে জয়ের দোরগোড়ায় পৌঁছায় বাংলাদেশ। ফর্মে থাকা লিটনের ব্যাটে আসে আরও এক ফিফটি, আউট হওয়ার আগে ৩৯ বলে খেলেন ৫৯ রানের দায়িত্বশীল ইনিংস।
ফর্মহীনতার চূড়ায় থাকা হৃদয়ের ব্যাট থেকে আসে ৩৬ বলে ৩৫ রানের অপরাজিত এক নক। বাংলাদেশ ১৪ বল হাতে রেখে সাত উইকেটে জয় নিয়েই মাঠ ছাড়ে।

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচেই বাংলাদেশ শুভ সূচনা করল ঠিকই তবে বি গ্রুপে যে রান রেটের হিসাব খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। এই জায়গাতে কি বিপাকে পড়বে বাংলাদেশ? উত্তরটা সময়ই বলে দেবে।
Share via:











