২০ লাখ টাকা ‘নগদ’ উপহার তামিমদের

ট্রফির পাশাপাশি আর্থিক ভাবেও বেশ লাভাবান হচ্ছেন তামিম ইকবাল ও তাঁর দল ফরচুন বরিশাল।

ট্রফির পাশাপাশি আর্থিক ভাবেও বেশ লাভাবান হচ্ছেন তামিম ইকবাল ও তাঁর দল ফরচুন বরিশাল। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ট্রফি নিয়ে দল যখন উল্লাস করছে, সেই সময় তামিমদেরই আহবানে শিরোপা জয়ের উৎসবে যোগ দেন নগদ লিমিটেডের নির্বাহী চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর এ মিশুক।

বরিশাল দলের সিনিয়র খেলোয়াড়দের আমন্ত্রণে ভিডিও কলে যুক্ত হয়ে ট্রফি জেতার জন্য দলের খেলোয়াড়দের জন্য ২০ লাখ টাকার অর্থ পুরষ্কার ঘোষণা করেন তানভীর এ মিশুক। চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের দাবির পরিপ্রেক্ষিতে বিশাল অংকের এই অর্থ পুরস্কারের ঘোষণা দেন নগদ সিইও।

বরিশাল বরাবরই বিপিএলের অভাগা দল। বেশ কয়েকবার ফাইনালে গিয়েও এতোদিন অবধি শিরোপা জিততে পারেনি তারা। এবারও তাদের নিয়ে কোনো হইচই ছিলো না। বরং তাদেরকে ‘বুড়োদের দল’ হিসেবেও বলেছে অনেকে। তবে টুর্নামেন্ট শুরু হতেই সব আলোচনা বদলে দিয়েছে তারা। রতর করে প্রবল দাপট দেখিয়ে উঠে এসেছে তারা ফাইনালে। ফাইনালের হট ফেবারিট কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৬ উইকেটে হারিয়ে ট্রফি জিতে নেয় দক্ষিণের এই দলটি।

এবারের আসরের ‘পাওয়ার্ড বাই’ ক্যাটাগরিতে বিপিএল-এর সঙ্গে যুক্ত ছিল নগদ। অর্থ পুরস্কার পাওয়ার পর তামিম বলেন, ‘দেশের ক্রিকেটের জন্যে নগদ এবং তানভীর ভাই সব সময়ই একটি বাড়তি মমত্মবোধ আছে। নানানভাবে নগদ ও তানভীর তাদের এই ভালোবাসার বহিপ্রকাশ ঘটিয়েছেন। ২০ লাখ টাকার এই উপহারকে আমরা আমাদেরকে দেওয়া অনন্য সম্মান হিসেবে গ্রহন করছি এবং তানভীর ভাইয়ের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে এও প্রত্যাশা করছি, নগদ এবং প্রতিষ্ঠানটির প্রধান হিসেবে তানভীর ভাই সাফল্যের চূড়ায় আরহন করবেন।’

শুক্রবারের ফাইনালে আগে ব্যাট করা কুমিল্লা ৬ উইকেটে ১৫৪ রান করে। জবাবে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায় বরিশাল। অধিনায়ক তামিম ইকবাল ২৬ বলে ৩৯ রানের ইনিংস খেলেন। তামিম টুর্নামেন্টেরই সর্বোচ্চ রান সংগ্রাহক হন। এর আগে প্লে অফে তাদের নায়ক ছিলেন মুশফিকুর রহিম। আরেক সিনিয়র মাহমুদউল্লাহরও দারুন কেটেছে টুর্নামেন্টটা।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...