আইপিএলের ব্যাটিং জাদুকর

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে মোট ১৪ বার। এই ১৪ আসরের সবচেয়ে সেরা দল মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্স পুরো আইপিএল ইতিহাসে সর্বোচ্চ পাঁচবার ও চেন্নাই সুপার কিংস শিরোপা জিতেছে চারবার। আইপিএলের উদ্বোধনী আসর থেকে শুরু করে এখন পর্যন্ত বেশ কিছু তারকা ব্যাটার প্রতি আসরেই রানের ফোয়ারা ছুটিয়েছেন।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে মোট ১৪ বার। এই ১৪ আসরের সবচেয়ে সেরা দল মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্স পুরো আইপিএল ইতিহাসে সর্বোচ্চ পাঁচবার ও চেন্নাই সুপার কিংস শিরোপা জিতেছে চারবার। আইপিএলের উদ্বোধনী আসর থেকে শুরু করে এখন পর্যন্ত বেশ কিছু তারকা ব্যাটার প্রতি আসরেই রানের ফোয়ারা ছুটিয়েছেন।

আইপিএল ইতিহাসের সেরা পাঁচ রান সংগ্রাহককে নিয়েই আজকের আলোচনা। সেরা পাঁচের তালিকায় নি:সন্দেহে ভারতীয়দের আধিক্যই বেশি। পাঁচজনের মধ্যে চারজন ভারতীয় ও একজন ভিনদেশি।

  • ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)

২০০৯ সাল থেকে আইপিএলে খেলছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। সেরা পাঁচে থাকা তিনিই একমাত্র বিদেশি। আইপিএলে ১৫০ ম্যাচে ৫৪৪৯ রানের মালিক এই অজি তারকা। এখন পর্যন্ত এক আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের কমলা টুপি এই ওপেনার জিতেছেন তিনবার – এই কীর্তি আর কোনো ব্যাটারেরই নেই।

প্রায় ১৪০-এর মত স্ট্রাইক রেটে ৪২ গড়ে আইপিএলে রান করেছেন তিনি। সাবেক সানরাইজার্স হায়দ্রাবাদের এই অধিনায়ক ৪ সেঞ্চুরি ও ৫০ টি হাফ সেঞ্চুরি করেছেন পুরো আইপিএলে।

  • সুরেশ রায়না (ভারত)

এই তালিকার চারে আছেন চেন্নাই সুপার কিংসের তারকা ব্যাটার সুরেশ রায়না। ক্যারিয়ারের প্রায় পুরোটা সময় এই চেন্নাই ফ্র্যাঞ্চাইজিতেই কাটিয়েছেন তিনি।  ২০৫ ম্যাচে প্রায় ৩৩ গড়ে ৫৫২৮ রান করেছেন তিনি।

আসন্ন আইপিএলকে সামনে রেখে চেন্নাই সুপার কিংস তাকে নিলামের জন্য ছেড়ে দিয়েছে। ১৩৬-এর ওপর স্ট্রাইক রেটে পুরো আইপিএলে একটি সেঞ্চুরি আর ৩৯ টি ফিফটির মালিক এই তারকা ব্যাটার।

  • রোহিত শর্মা (ভারত)

মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা আছেন এই পজিশনে। ২১৩ টি আইপিএল ম্যাচে ১৩০-এর ওপর স্ট্রাইক রেট ও ৩১ গড়ে ৫৬১১ রানের মালিক এই তারকা ক্রিকেটার। আসন্ন আইপিএলকে সামনে রেখে ১৬ কোটি রুপিতে তাঁর দল মুম্বাই ইন্ডিয়ান্স তাকে ধরে করেছে।

দলের অধিনায়কও নি:সন্দেহে তিনিই থাকছেন, কারণ তিনি আইপিএলের ইতিহাসেরই সেরা অধিনায়ক। আর ব্যাটার হিসেবে তাঁর ঝুলিতে এক সেঞ্চুরি ও ৪০টি হাফ সেঞ্চুরি রয়েছে।

  • শিখর ধাওয়ান (ভারত)

তালিকার দুইয়ে আছেন শিখর ধাওয়ান, ভারতীয় ওপেনার। লম্বা সময় ধরে ভারতকে সার্ভিস দেওয়া শিখর ধাওয়ান আইপিএলের ইতিহাসে ১৯২ টি ম্যাচ খেলে ১২৬-এর ওপর স্ট্রাইক রেটে ৫৭৮৪ রান করেছেন।

এবারের আইপিএলে ছয় হাজার আইপিএল রানের মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন তিনি। পুরো আইপিএল ক্যারিয়ারে প্রায় ৩৫ গড়ে রান করেছেন এই ওপেনার। ৪৪ টি হাফ সেঞ্চুরি ও ২ টি সেঞ্চুরিও নিজের নামে করেছেন তিনি। ক্যারিয়ার সেরা ইনিংস ১০৬ রান।

  • বিরাট কোহলি (ভারত)

আইপিএল ইতিহাসের সর্বোচ্চ রানের মালিক বিশ্বের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলি। ২০৭ ম্যাচে আইপিএল ক্যারিয়ারে ৬২৮৩ রান করেছেন এই ব্যাটার। সেই ২০০৮ সালের উদ্বোধনী আসর থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলছেন তিনি।

ডান হাতি এই ব্যাটার ৩৭ গড়ে ১২৯-এর ওপর স্ট্রাইক রেটে এখন পর্যন্ত এই টুর্নামেন্টে ৫ সেঞ্চুরি ও ৪২ টি হাফ সেঞ্চুরির মালিক। ২০১৬ সালে তিনি সর্বোচ্চ রান সংগ্রাহকের প্রতীক ‘কমলা টুপি’ও জয় লাভ করেন।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...