ডাচদের দূর্গ জয়ে পটু বাংলাদেশ

মজার বিষয় হচ্ছে নেদারল্যান্ডসের বিপক্ষে এবারই প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলতে চলেছে বাংলাদেশ। এর আগে যতবার দুই দল মুখোমুখি হয়েছে তার অধিকাংশই ছিল বৈশ্বিক টুর্নামেন্টের মঞ্চে।

এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ঘরের মাঠে তাবড় তাবড় সব প্রতিপক্ষের বিপক্ষে খেললেও নেদারল্যান্ডসের বিপক্ষে কখনোই সিরিজ খেলেনি বাংলাদেশ। এমনকি টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বেশ অল্প সংখ্যকবার।

সেই ২০১২ সালে প্রথমবার মুখোমুখি হয়েছিল দুই দল। সেবার তামিম ইকবালের ৬৯ ও মুশফিকুর রহিমের অপরাজিত ২৪ বলে ৩৭ রানে ম্যাচ জিতেছিল টাইগাররা। এরপর আরও চার দেখায়, তিনবারই জিতেছে লাল সবুজের প্রতিনিধিরা।

তবে ২০১২ সালের সেই সফরে নেদারল্যান্ড পরবর্তী মোলাকাতে হারিয়েছিল টাইগারদের। একেবারে শেষ বলে জয় তুলে নিয়েছিল ডাচরা। তারপর অবশ্য আর পাত্তা পায়নি ইউরোপের দলটি। সর্বশেষ দুই দল মুখোমুখি হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে।

২০২৪ সালে কিংসটাউনে বাংলাদেশ জিতেছিল ২৫ রানের ব্যবধানে। ৪৬ বলে ৬৪ করে বাংলাদেশকে মাঝারি একটা সংগ্রহ এনে দিয়েছিলেন সাকিব আল হাসান। এরপর চার ওভারে তার নিয়ন্ত্রিত বোলিং টাইগারদের জয় নিশ্চিত করতে সহয়তা করেছিল। ম্যাচ সেরার পুরষ্কারটা তাই সাকিবের হাতেই শোভা পেয়েছিল।

মজার বিষয় হচ্ছে নেদারল্যান্ডসের বিপক্ষে এবারই প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলতে চলেছে বাংলাদেশ। এর আগে যতবার দুই দল মুখোমুখি হয়েছে তার অধিকাংশই ছিল বৈশ্বিক টুর্নামেন্টের মঞ্চে। বাংলাদেশের জন্যে সিরিজটি গুরুত্বপূর্ণ হলেও নেদারল্যান্ডস নিজেদের একটা ছাপ নিশ্চয়ই ফেলে যেতে চাইবে।

এশিয়া কাপের প্রস্তুতি হিসেবেই নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ আয়োজিত হতে চলেছে। শক্তিমত্তার বিচারে নেদারল্যান্ডস ঢের পিছিয়ে সে কথা সত্য। কিন্তু নিজেদের প্রমাণের স্পৃহা ডাচদের পেয়ে বসলে সিরিজটি চ্যালেঞ্জিং হয়ে যেতে পারে টাইগারদের জন্যে।

বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট অন্তত সেটুকুই প্রত্যাশা করে। সে কারণেই সিলেটের স্পোর্টিং উইকেটে এই সিরিজ আয়োজনের দিকে জোর দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কার পর পাকিস্তানের বিপক্ষেও টি-টোয়েন্টি সিরিজ জিতে বেশ প্রফুল্ল টাইগাররা। এশিয়া কাপে তাই প্রত্যাশিত সেরা সাফল্য।

Share via
Copy link