টি-টোয়েন্টি বিশ্বকাপের ডামাডোলের মাঝেই আরও এক বিশ্বকাপের স্বপ্ন শেষ বাংলাদেশের। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে ছিটকে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ইংল্যান্ডের বিপক্ষে বড় পরাজয়ে, এক ম্যাচ বাকি থাকতেই সকল সমীকরণের সমাপ্তি ঘটিয়েছে আজিজুল হাকিম তামিমের দল।
বেশ কঠিন এক সমীকরণ সামনে রেখেই সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশের যুবারা। সকল সমীকরণের বাস্তবিক উপস্থিতি বাঁচিয়ে রাখতে ইংল্যান্ডের বিপক্ষে জিততেই হতো। কিন্তু জাওয়াদ আবরাররা নিদারুণভাবে মুখ থুবড়ে পড়ে গেলেন। টসে জিতে বাংলাদেশের অধিনায়ক তামিম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। আর সেই সিদ্ধান্তই যেন কাল হয়ে দাঁড়ায়।

স্রেফ ১৩৬ রানেই অলআউট বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেই অর্থে কেউই প্রতিরোধ গড়তে পারেননি। দুই অংকের রান করেছেন পাঁচ ব্যাটার। যার মধ্যে ৩০ রানের গণ্ডি পেরুতে পেরেছেন ওপেনার রিফাত বেগ। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান এসেছে উইকেটরক্ষক ব্যাটার আবদুল্লাহর ব্যাট থেকে। তাতে করে লড়াই করবার পুঁজিও জড়ো করতে পারেনি বাংলাদেশের যুবারা।
জবাবে ব্যাট করতে নেমে ১৫৫ বল বাকি থাকতেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায় ইংলিশ যুবারা। যদিও তাদের রান তাড়ার শুরুতে ভয় ধরিয়েছিলেন টাইগার পেসার আল ফাহাদ। ইংলিশ ওপেনার জোসেফ মুরসকে ব্যক্তিগত এক রানের মাথায় প্যাভিলিয়নে পাঠান ফাহাদ। এছাড়াও আরেক ওপেনার বেন ডকিংসের উইকেট শিকার করেন ফাহাদ।

এরপর ইংল্যান্ডের দলীয় ১১৭ রানের মাথায় সামিউন বশির বেন মায়েসকে ফেরান। বাংলাদেশের সাফল্য ততটুকু পর্যন্তই। বাকিটা পথ পাড়ি দিতে আর কোন ভুল করেনি ইংল্যান্ডের ব্যাটাররা। সাত উইকেট হাতে রেখেই শেষ অবধি ম্যাচ জিতেছে ইংল্যান্ড। তাতে করে নিজেদের সেমিফাইনাল খেলার সমীকরণটা আরও পোক্ত করে ফেলল ইংল্যান্ড।











