ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) টাকা ওড়ে। সে কথার যথার্থতাই প্রমাণ করতে চাইল ফ্রাঞ্চাইজিগুলো। মেগা নিলামে খেলোয়াড়দের নিয়ে রীতিমত হয়েছে কাড়াকাড়ি। তবে এদফা ভারতীয় খেলোয়াড়দের প্রতিই ছিল ফ্রাঞ্চাইজিগুলোর সমস্ত আগ্রহ।
তাতে করে পূর্বে সব রেকর্ড হয়েছে দফারফা। নতুন করে সর্বোচ্চ পারিশ্রমিকের ইতিহাস হয়েছে লেখা। চলুন দেখে নেওয়া যাক এখন অবধি আইপিএলে সর্বোচ্চ পারিশ্রমিক পেয়েছেন কারা।-
- ঋষাভ পান্ত (ভারত) – ২৭ কোটি রুপি
তাঁকে নিয়ে ঝড় উঠবে, সেটা অনুমিতই ছিল। তবে, এতটা হবে সেটা ভাবনার বাইরে ছিল। লখনৌ ২০ কোটি ৭৫ লাখ রুপি দর হাঁকায়। দিল্লী ক্যাপিটালসের সামনে আরটিএম ব্যবহারের সুযোগ আসে। তবে, তখনই এক লাফে ২৭ কোটির দর তোলে লখনৌ। ব্যস, আইপিএল ইতিহাস তো বটেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ইতিহাসেই সর্বোচ্চ দাম পাওয়া ক্রিকেটার বনে যান তিনি। দিল্লী আর ঝুঁকি নেয়নি।
- শ্রেয়াস আইয়ার (ভারত) – ২৬ কোটি ৭৫ লাখ রুপি
মিনিট দশেকের জন্য তিনিই আইপিএলের সর্বোচ্চ দর পাওয়া ক্রিকেটার ছিলেন। সাবেক দল কলকাতা, পাঞ্জাব ও দিল্লীর মধ্যে লড়াই ছিল নিলাম ঘরে। তিনি ২৬.৭৫ কোটি রুপিতে যান পাঞ্জাবে। তখন অবধি আইপিএল নিলামে সেটাই সর্বোচ্চ দর ছিল। তবে, এরপর সেই হিসাব পাল্টে দেন ঋষাভ পান্ত।
- মিশেল স্টার্ক (অস্ট্রেলিয়া) – ২৪ কোটি ৭৫ লাখ রুপি
২০২৪ সালের আইপিএলের আগে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে মিশেল স্টার্ককে দলে নিয়েছিল দু’বারের চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্স। একজন বিদেশি পেসারের জন্য হন্যে হয়েছিল কেকেআর। স্টার্কের বাজে শুরুর পর তাঁর দাম নিয়ে সমালোচনাও হয়। তবে, সময়ের সাথে সাথে জ্বলে ওঠেন স্টার্ক। কেকেআরকে তৃতীয়বারের মত শিরোপার স্বাদ দেন তিনি।
- ভেঙ্কটেশ আইয়ার (ভারত) – ২৩ কোটি ৭৫ লাখ রুপি
২৩ কোটি ৭৫ লাখ রুপিতে তিনি নিজের ঘরেই ফিরে আসেন, ঠিকানা হয় চিরচেনা কলকাতা নাইট রাইডার্সে। ব্যাঙ্গালুরু শেষ অবধি চেষ্টা করেও কোনো লাভ হয়নি। জাতীয় দলের বাইরে থাকা একজন ক্রিকেটারের জন্য এটা রীতিমত আকাশচুম্বি এক দাম।
- প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া) – ২০ কোটি ৫০ লাখ রুপি
২০২৪ সালের আইপিএল নিলামে ২০ কোটি ৫০ লাখ রুপি খরচ করে প্যাট কামিন্সকে দলে ভেড়ায় সানরাইজার্স হায়দরাবাদ। হওয়ার কথা, এর কিছুদিন আগেই ভারতের মাটিতে তিনি অস্ট্রেলিয়াকে নিজেদের পঞ্চম বিশ্বকাপ জেতান কামিন্স। সানরাইজার্স কালক্রমে তাঁকে অধিনায়কের দায়িত্বও দেয়। হায়দ্রাবাদের দৌঁড় শেষ হয় ফাইনালে গিয়ে, রানার আপ হয়ে।
- স্যাম কারেন (ইংল্যান্ড) – ১৮ কোটি ৫০ লাখ রুপি
২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা খেলোয়াড় ছিলেন স্যাম কারেন। সেবার ফাইনালেও ম্যাচ সেরা হন কারেন। সেই বছর নিলামে তাঁকে ১৮ কোটি ৫০ লাখ রুপিতে কিনে পাঞ্জাব কিংস। অবশ্য তাঁতে পাঞ্জাবের বিশেষ লাভ হয়নি।