“কিরে সাইফউদ্দিন, হবে নাকি ম্যাচ? শেষ দুই ওভারে ২২ রান। ” মোহাম্মদ সাইফউদ্দিনকে এই কথাগুলো বলছিলেন এনামুল হক বিজয়। সেন্ট্রাল উইকেট থেকে সাইফউদ্দিনও সাড়া দিলেন বিজয়ের এই প্রস্তাবে। হয়ে যাক তাহলে ম্যাচ। ডেথ ওভারে বাংলাদেশের অন্যতম সফল পেসার সাইফউদ্দিনের তো এতটুকু আত্মবিশ্বাস থাকারই কথা। ইনজুরি কাটিয়ে লম্বা সময় পর আবার জাতীয় দলে ফিরলেন মোহাম্মদ সাইফউদ্দিন।
এশিয়া কাপে যাবার আগে খুলনায় গিয়ে দিয়েছেন ম্যাচ ফিটনেসের পরীক্ষাও। এখন আবার দলের সাথে অনুশীলন করার জন্য ফিরে এসেছেন মিরপুরের হোম অব ক্রিকেটে। আজ সাকিব, মুশফিক, মিরাজদের সাথে অনুশীলনে ব্যস্ত সময় কাটিয়েছেন এই পেস বোলিং অলরাউন্ডারও।
ইনজুরির আগেই সাইফউদ্দিন প্রমাণ করে গিয়েছিলেন ডেথ ওভারে তিনি কতটা কার্যকর হতে পারেন। এছাড়া শেষ দিকে ব্যাট হাতেও রান করতে পারেন সাইফউদ্দিন। সেজন্যই সাকিবের এশিয়া কাপ পরিকল্পনায় বেশ ভালো ভাবেই আছেন তিনি। তবে বল হাতেও বড় দায়িত্বটা পালন করতে হবে সাইফউদ্দিনকে। আরো স্পষ্ট করে বললে ওই শেষের ওভার গুলোতেই নিজের ক্যারিশমাটা দেখাতে হবে।
এছাড়া এনামুল হক বিজয়কে নিয়ে একটা জুয়াই খেললে বাংলাদেশ দল। ওয়ানডেতে পারফর্ম করলেও টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেকে একেবারেই প্রমাণ করতে পারেননি এই ওপেনার। তবে লিটন দাসের ইনজুরি এবং বাকিদের অফ ফর্মের কারণে বিজয়ের উপরই ভরসা রাখতে হচ্ছে টিম ম্যানেজম্যান্টকে। যদিও জাতীয় দলে ফেরার পর জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ কারো বিপক্ষেই টি-টোয়েন্টি ফরম্যাটে রানের দেখা পাননি বিজয়। ফলে এশিয়া কাপের মত বড় মঞ্চের চাপটা সামলাতে পারবেন তো বিজয়?
এছাড়া আজ বাংলাদেশের অনুশীলনের সময় মাঠে প্রবেশ করতে দেখা যায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে। তার সাথে ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুসও ছিলেন। এছাড়া টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনকেও দেখা যায় এসময়। বিসিবি বস নাজমুল হাসান পাপন মাঠে এসেই প্রথমে কথা বলেন মুশফিকুর রহিমের সাথে। এরপর কাছে টেনে নেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকেও।
এশিয়া কাপের আগে বাংলাদেশ দল কেমন প্রস্তুত হচ্ছ্রে সেটা দেখতেই আজ মাঠে এসেছিলেন নাজমুল হাসান পাপন। মিরপুরের সেন্ট্রাল উইকেটে দাড়িয়ে অনেকক্ষণ কথা বলেন মুশফিক, মিরাজদের সাথে। পরে সাংবাদিকদের জানান প্রস্তুতি দেখতেই নাকি মাঠে তার এমন হঠাত আগমন।
এছাড়া পাওয়ার হিটিং নিয়েও নাকি বাংলাদেশ দল বেশি চিন্তিত। এই ব্যাপারে ব্যাটিং কোচ জেমি সিডন্সের সাথে আলোচনা হয়েছে বোর্ড সভাপতির। সেজন্যই দুদিন আগে নিজ বাসায় সিডন্সের সাথে বৈঠকেও বসেছিলেন তিনি। ওদিকে জেমি সিডন্সও পাওয়ার হিটিং সক্ষমতা বাড়ানোর জন্য কাজ করে যাচ্ছেন। মিরাজ, বিজয়, মুশফিকদের নিয়ে গত দুদিন ধরে এই ব্যাপারেই কাজ করছেন সিডন্স।
যদিও বিসিবি চেয়েছিল দ্রুতই একজন পাওয়ার হিটিং কোচ নিয়োগ দিতে। তবে জেমি সিডন্সের বেশ আগ্রহ থাকায় আপাতত তার উপরেই ভরসা রাখছে বাংলাদেশ দল। সবমিলিয়ে এশিয়া কাপের আগে বাংলাদেশ দলের অনুশীলনে এখন সবচেয়ে বড় ইস্য যেন পাওয়ার হিটিংই।
মোটামুটি সব ব্যাটসম্যানই মাঠে বড় বড় শট খেলার অনুশীলন করছেন। ওদিকে সাকিব-মুশফিক বাদেও আজ অনুশীলন করেছেন মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন ও এনামুল হক বিজয়। অনুশীলন না করলেও দুপুরে বিসিবি অফিসে এসেছিলেন পেসার মুস্তাফিজুর রহমান।