আড়ালের গল্প বলে সিনেমার পর্দা

বর্তমান সময়ে হয়ত অনেক ক্রীড়াবিদ নিজেদের একটি ডায়েরি করে রাখেন আত্মজীবনী হিসেবে। কিন্তু ক্রমশ যান্ত্রিক মানুষে পরিণত হওয়া বিপুল পরিমাণ জনগোষ্ঠির কাছে কোথায় আর সুযোগ থাকে বলুন। তাইতো সমগ্র বিশ্বেই হিড়িক পড়েছে আত্মজীবনীমূলক সিনেমা তৈরির। সেই বাতাসে গা ভাসিয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সিনেমা ইন্ড্রাস্ট্রি। এখন অবধি বেশ কিছু খেলোয়াড়কে নিয়ে ‘বায়োপিক’ তৈরি করেছেন বলিউডের বিভিন্ন নির্মাতা।

যশ কিংবা অর্থের কমতি নেই। কমতি নেই সুখের। কিন্তু একজন ক্রীড়াবিদের এই যশ খ্যাতি কিংবা সুখের পেছনের গল্প হয়ত রয়ে যায় আড়ালে। সবাই আমরা সাফল্যের ছবিটুকু দেখি। দেখি না একজন খেলোয়াড় ঠিক কতটা কঠিন পথ পাড়ি দিয়ে আজকের রোল মডেল হবার রাস্তায় এসে পৌছেছেন। এসব গল্পগুলো হয়ত লোকমুখে ছড়ায় নির্দিষ্ট কোন সীমা অবধি।

বর্তমান সময়ে হয়ত অনেক ক্রীড়াবিদ নিজেদের একটি ডায়েরি করে রাখেন আত্মজীবনী হিসেবে। কিন্তু ক্রমশ যান্ত্রিক মানুষে পরিণত হওয়া বিপুল পরিমাণ জনগোষ্ঠির কাছে কোথায় আর সুযোগ থাকে বলুন। তাইতো সমগ্র বিশ্বেই হিড়িক পড়েছে আত্মজীবনীমূলক সিনেমা তৈরির। সেই বাতাসে গা ভাসিয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সিনেমা ইন্ড্রাস্ট্রি। এখন অবধি বেশ কিছু খেলোয়াড়কে নিয়ে ‘বায়োপিক’ তৈরি করেছেন বলিউডের বিভিন্ন নির্মাতা।

তবে অনেক খেলোয়াড় হয়ত নিজের জীবনের সেই সকল ত্যাগ, কষ্ট, বঞ্ছনার গল্প জানাতে চাননি বিশ্বকে। আবার কেউ কেউ হয়ত স্বাচ্ছন্দ্যে নিজেদের আত্মত্যাগ এবং সাফল্যের যাত্রাপথের গল্প জানিয়েছেন অন্যকে অনুপ্রাণিত করতে। আজকে বলিউডে হওয়া কিছু বায়োপিক নিয়েই হবে আলোচনা।

  • পান সিং তোমার (দৌড়বিদ)

ভারত জাতীয় গেমসে স্বর্ণপদক পাওয়া দৌড়বিদ ছিলেন পান সিং তোমার। জীবনের একটা পর্যায়ে ভারত সেনাবাহিনীর সদস্য ছিলেন মধ্যপ্রদেশের ছেলে পান সিং তোমার। সামরিক বাহিনীর সদস্য হিসেবেই তিনি অংশ নিয়েছিলেন ভারত জাতীয় গেমসে। কিন্তু জীবন পরিক্রমায় তিনি বেছে নেন বিদ্রোহের পথ। অবশ্য ভারত সরকার তাঁকে ডাকাত হিসেবেই আখ্যায়িত করেছিলেন। তাঁর এই জীবন পরিক্রমা নিয়েই বলিউড নির্মাতা তিগমাংশু ধুলিয়া ‘পান সিং তোমার’ নামক সিনেমা তৈরি করেন। যেখানে পান সিং তোমার চরিত্রে অভিনয় করেন প্রয়াত অভিনেতা ইরফান খান। পান সিং তোমারের এই গল্প বাবদ তাঁর ভাতিজা ১৫ লক্ষ রুপি সিনেমার লভ্যাংশের থেকে পেয়েছিলেন।

  • শচীন টেন্ডুলকার (ক্রিকেটার)

ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারকে নিয়েও ভারতে ‘বায়োপিক’ তৈরি হয়েছে। যদিও তাঁকে নিয়ে বানানো সিনেমাটা ডকুমেন্টরি ধাঁচের। সেখানে শচীন নিজের গল্প নিজেই বলেছেন। ‘শচীন অ্যা বিলিয়ন ড্রিমস’ নামক সেই বায়োপিকের লভ্যাংশ থেকে ৪০ কোটি রুপি গ্রহণ করেছিলেন শচীন টেন্ডুলকার।

  • মেরি কম (বক্সার)

ভারতের মনিপুর অঞ্চলের মেয়ে মেরি কম ছিলেন একজন বক্সার। একজন নারী বক্সারের জীবনে যেসব প্রতিকূলতার সম্মুখীন সেসবই ফুটিয়ে তুলেছেন উমঙ্গ কুমার তাঁর নির্দেশিত সিনেমা ‘মেরি কম’-এ। নিজের জীবনের সেই সকল প্রতিকূলতার গল্প পৃথিবীর সামনে তুলে ধরার সম্মাননা হিসেবে তিনি পেয়েছিলেন ২৫ লক্ষ রুপি। মেরি কম চরিত্রে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া।

  • মোহাম্মদ আজহারউদ্দিন (ক্রিকেটার)

ভারতীয় ক্রিকেটে ফিক্সিং কেলেঙ্কারিতে জড়ানো ক্রিকেটারদের মধ্যে সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন ছিলেন একজন। ক্রিকেট পরবর্তী সময়ে রাজনীতিতে মনোনিবেশ করা এই খেলোয়াড়কে নিয়ে ‘আজহার’ নামল বায়োপিক তৈরি করেন নির্মাতা টনি ডি’সুজা। আজহারউদ্দিনের চরিত্রে রুপালি পর্দায় দেখা গিয়েছিল ইমরান হাশমিকে। এই চলচিত্রের জন্যে একটি পয়সাও নেননি মোহাম্মদ আজহারউদ্দিন।

  • মিলখা সিং (দৌড়বিদ)

ভারতের হয়ে এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক এনে দেওয়া মিলখা সিং এর তকমা ছিলো ‘দ্য ফ্লায়িং শিখ’। তিনি ৪০০ মিটার দৌড়ে স্বর্ণপদক অর্জন করেছিলেন ভারতের হয়ে। দেশভাগ এবং তাঁর জীবনে ঘটে যাওয়া ট্রাজেডির পর সাফল্যের গল্প নিয়ে রাকেশ ওমপ্রকাশ মেহরা নির্মাণ করেন ‘ভাগ মিলখা ভাগ’। মিলখা সিং-কে নিয়ে করা বায়োপিকের মূল চরিত্রে অভিনয় করেছিলেন ফারহান আখতার। নিজের গল্প পৃথিবীকে জানানো বাবদ কেবল এক রুপি গ্রহণ করেছিলেন মিলখা সিং।

  • মহাবীর সিং ফোগাট (কুস্তিগীর)

ভারতীয় সিনেমার মেগা তারকা আমির খান অভিনীত অন্যতম ব্যবসাসফল সিনেমা ‘দাঙ্গাল’ মূলত ছিলো একটি বায়োপিক। মহাবীর সিং ফোগাট ছিলেন একজন কুস্তিগীর পরবর্তীতে তিনি নিজের মেয়েদেরকে শিখিয়েছেন কুস্তি। এমনকি তাঁর মেয়েরা আন্তর্জাতিক পর্যায়ে ভারতের প্রতিনিধিত্ব করে সাফল্য এনে দিয়েছিল। সেই গল্প নিয়েই নিতেশ তিওয়ারি তৈরি করেন দাঙ্গাল এবং মহাবীর সিং ফোগাটকে সিনেমার লভ্যাংশ থেকে ৮০ লক্ষ রুপি দিয়েছিলেন সিনেমার প্রযোজকরা।

  • মহেন্দ্র সিং ধোনি (ক্রিকেটার)

ভারতের ক্রিকেট ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ভারতকে জিতিয়েছেন দুইটি ভিন্ন ফরম্যাটের বিশ্বকাপ সহ চ্যাম্পিয়ন্স লিগ। সফল এই ক্রিকেটারের সাফল্যের পথ খুব একটা সহজ ছিলোনা। সেসব কাহিনী বিশ্বকে তুলে ধরতেই  নিরাজ পান্ডে রুপালী পর্দায় ফুটিয়ে তোলেন ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’। সেখানের মুখ্য চরিত্রে অভিনয় করেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত। সেই ছবিতে নিজের জীবনের গল্প বলা বাবদ ৪৫ কোটি রুপি নিয়েছিলেন ধোনি।

 

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...