Social Media

Light
Dark

নেতৃত্ব গুণে এগিয়ে জাসপ্রিত বুমরাহ!

রোহিত শর্মার অবসরের পর নতুন যুগ শুরু হয়েছে ভারতের টি-টোয়েন্টি দলে। আর নবযুগে অধিনায়ক কে হবেন সেটা নিয়ে লম্বা একটা সময় আলোচনা চলেছে অন্দরমহলে। হার্দিক পান্ডিয়া অবশ্য নিশ্চিত ছিলেন রোহিতের উত্তরসূরি হওয়ার ব্যাপারে, তবে তাঁর ফিটনেস ইস্যুর কথা ভেবে সুরিয়া কুমার যাদবকেই দায়িত্ব দিয়েছে টিম ম্যানেজম্যান্ট।

ads

যদিও অধিনায়কত্ব পাওয়া থেকে বেশি দূরে ছিলেন না জাসপ্রিত বুমরাহ। সম্ভাব্য কাপ্তান হিসেবে তাঁর নাম শোনা গিয়েছিল অনেক বারই। তিনি নিজেও সেটা জানতেন, কিন্তু তা নিয়ে খুব একটা উচ্চবাচ্য করেননি। অবশ্য তাঁকে দায়িত্ব দেয়া হলে খুশি মনেই গ্রহণ করতেন বটে – এমনটাই বোঝা গিয়েছে সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে।

এই পেসার বলেন, ‘আমি তো আর ড্রেসিংরুমে গিয়ে বলতে পারি না যে, এখন তোমরা আমাকে অধিনায়ক করো। এটা আসলে আমার নিয়ন্ত্রণের বাইরে। তবে আমার মনে হয় বোলাররা তুলনামূলক বেশি স্মার্ট হয়, কারণ আমাদেরকে বুদ্ধি খাটিয়ে ব্যাটারদের আউট করতে হয়।’

ads

বোলাররাও ভাল অধিনায়ক হতে পারে এমন আলোচনা চলাকালীন প্যাট কামিন্সের উদাহরণ দেন এই ভারতীয় তারকা। সেই সাথে মনে করিয়ে দেন ইমরান খান, কপিল দেব, ওয়াসিম আকরামদের কথাও।

তিনি বলেন, ‘প্যাট কামিন্সের দুর্দান্ত অধিনায়কত্ব আমরা নিজের চোখে দেখছি। এর আগে ওয়াসিম আকরামকে অধিনায়কত্ব করতে দেখেছি। কপিল দেব আর ইমরান খান তো বিশ্বকাপও জিতেছেন। বোলাররা আসলে বুদ্ধিমান; কখনও কখনও হয়তো মনে হয় নেতৃত্বের চাপ বোলারদের জন্য উপযুক্ত না। কিন্তু আমার মতে, বোলাররাই স্মার্ট।’

বুমরাহ আরো বলেন, ‘ফলাফলের সাথে সাথে দৃষ্টিভঙ্গিও পরিবর্তিত হয়। আপনি যুক্তি দেখানোর চেষ্টা করবেন না বরং ফলাফলকে আপনার হয়ে কথা বলতে দিন। প্যাট কামিন্স একটি বড় উদাহরণ। তিনি বিশ্বকাপ এবং টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছেন। নেতৃত্বকে আসলে আমি বোঝা মনে করি না। আপনি যখন ক্রিকেট খেলবেন, আপনি চাইবেন দায়িত্ব পালন করতে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link