শেষ ওভারের মেইডেন কীর্তি

আইপিএলের মঞ্চে এই অসাধ্য সাধন করেছেন এখন পর্যন্ত চার বোলার। ইনিংসের শেষ ওভারে মেইডেন দিয়ে নাম লিখিয়েছেন এই কীর্তিতে। আইপিএলের মঞ্চে শেষ ওভারে মেইডেন দেওয়াটা অনেকটাই অবিশ্বাস্য ব্যাপার। তবে সেটিকেই বাস্তবে রূপ দিতে পেরেছেন চার পেসার। দেখে নেওয়া যাক এই কঠিন কীর্তিতে কারা জায়গা পেয়েছেন -

টি-টোয়েন্টি ক্রিকেট মানেই মারকাটারি ব্যাটিং, দৃষ্টিনন্দন সব শটে চার-ছক্কার ফুলঝুরি। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে দেখা মিলে বিধ্বংসী সব ইনিংসের। আর এই ফরম্যাটের ফ্র‍্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট হল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)।

আইপিএলের মঞ্চে দেশ-বিদেশের তারকা ক্রিকেটারদের একসাথে খেলতে দেখা যায়। টি-টোয়েন্টি ফরম্যাটে দ্রুত রান তুলতে হয় শুরু থেকেই। আর ডেথ ওভারে ব্যাটাররা তখন ব্যস্ত থাকে তাণ্ডব চালানোতে। এমন সময়ে ডট বল দেওয়াই যেখানে দায়, সেখানে বিশতম ওভারে এসে মেইডেন দেওয়ার নজিরও আছে।

আইপিএলের মঞ্চে এই অসাধ্য সাধন করেছেন এখন পর্যন্ত চার বোলার। ইনিংসের শেষ ওভারে মেইডেন দিয়ে নাম লিখিয়েছেন এই কীর্তিতে। আইপিএলের মঞ্চে শেষ ওভারে মেইডেন দেওয়াটা অনেকটাই অবিশ্বাস্য ব্যাপার। তবে সেটিকেই বাস্তবে রূপ দিতে পেরেছেন চার পেসার।

  • ইরফান পাঠান (কিংস ইলেভেন পাঞ্জাব) – ২০০৮

প্রতিপক্ষ: মুম্বাই ইন্ডিয়ান্স। দ্বিতীয় ইনিংস। ভেন্যু: মোহালি

আইপিএল ইতিহাসে প্রথম বোলার হিসেবে বিশ তম ওভারে মেইডেন দেন ইরফান পাঠান। বরোদার এই অলরাউন্ডার আইপিএলের প্রথম আসরে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে মুম্বাইয়ের বিপক্ষে এমন কীর্তি গড়েন।

ওই ম্যাচে ৪ ওভারে ১ মেইডেন দিয়ে ১৯ রানে ২ উইকেট শিকার করেন সাবেক এই ভারতীয় তারকা। অভিষেক নায়ার ও হরভজন সিংয়ের উইকেট নেন তিনি। ম্যাচে দুর্দান্ত বোলিং করেন পাঠান। ওই ম্যাচটি হরভজন সিং ও শান্তাকুমারান শ্রীশান্তের ‘স্ল্যাপগেট’ কান্ডের জন্য বেশ বিখ্যাত।

  • লাসিথ মালিঙ্গা (মুম্বাই ইন্ডিয়ান্স) – ২০০৯

প্রতিপক্ষ: ডেকান চার্জারস। প্রথম ইনিংস। ভেন্যু: ডারবান

এই তালিকায় আছেন লঙ্কান তারকা লাসিথ মালিঙ্গাও। আইপিএল ইতিহাসের সবচেয়ে সফলতম এই বোলার ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আইপিএলে ডেকান চার্জারসের বিপক্ষে ম্যাচে বিশতম ওভার মেইডেন দেন। ৪ ওভারে ১ মেইডেন সহ ১৯ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেন এই লঙ্কান তারকা।

তর্ক সাপেক্ষে টি-টোয়েন্টি ইতিহাসের সেরা পেসার হিসেবেই বিবেচনা করা হয় মালিঙ্গাকে। ডেথ ওভারে তিনি সেরাদের একজন। ইয়র্কার, স্লোয়ারে ডেথ ওভারে প্রতিপক্ষের রান আটকে দিতে বেশ পটু তিনি।

  • জয়দেব উনাদকাত (রাইজিং পুনে সুপারজায়েন্টস) – ২০১৭

প্রতিপক্ষ: সানরাইজার্স হায়দ্রাবাদ। দ্বিতীয় ইনিংস। ভেন্যু: হায়দ্রাবাদ

২০১৭ আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে দুর্দান্ত এক স্পেলে পাঁচ উইকেট শিকার করেন জয়দেব উনাদকাত। রাইজিং পুনে সুপারজায়েন্টসের হয়ে খেলা এই পেসার ওই ম্যাচে ইনিংসের শেষ ওভারে মেইডেন সহ হ্যাটট্রিক উইকেট শিকার করেন! ৪ ওভারে ১ মেইডেন দিয়ে ৩০ রানের বিনিময়ে নেন পাঁচ উইকেট।

উনাদকাতের অবিশ্বাস্য এক ওভারে ১২ রানের দুর্দান্ত এক জয় পায় পুনে। ম্যাজিকেল ওভারে ম্যাচ সেরা নির্বাচিত হন উনাদকাত।

  • উমরান মালিক (সানরাইজার্স হায়দ্রাবাদ) – ২০২২

প্রতিপক্ষ: পাঞ্জাব কিংস। প্রথম ইনিংস। ভেন্যু: মুম্বাই

আইপিএলের পঞ্চদশ আসরে উত্থান হয়েছে এক গতিদানবের। কাশ্মিরের উমরান মালিক আইপিএলের মঞ্চে তুলেছেন গতির ঝড়। পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ইনিংসের শেষ ওভারে দুর্দান্ত বোলিং করে মেইডেন আদায় করেন উমরান।

৪ ওভারে ১ মেইডেন সহ শিকার করেন ক্যারিয়ার সেরা চার উইকেট। উমরানের শেষ ওভারে ব্যক্তিগত তিন উইকেট ও রান আউট সহ মোট চার উইকেটের পতন ঘটে। বিধ্বংসী স্পেলে ম্যাচ সেরা নির্বাচিত হন জম্মু কাশ্মীরের এই তরুণ পেসার।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...