ছোট বেলায় গলির ক্রিকেটে আমরা আমাদের প্রিয় বোলার কিংবা ব্যতিক্রমী অ্যাকশনের বোলারদের বোলিং স্টাইল নকল করতাম। আন্তর্জাতিক ক্রিকেটে এমন কয়েকজন বোলার এসেছে যাদের বোলিং স্টাইল বা অ্যাকশন নকল করেননি এমন মানুষ খুব কমই আছে।
এই বোলাররা ক্রিকেট মাঠে তো সফল ছিলই, পাশাপাশি তাঁদের ব্যাতক্রমী বোলিং অ্যাকশন দিয়ে জায়গা করে নিয়েছে ক্রিকেটভক্তদের মনে। মাত্র ক্রিকেট শিখতে যাওয়া ছোট বাচ্চাটাও যাদের বোলিং অ্যাকশন ‘কপি’ করে। সেসব অনুকরণীয় বোলিং অ্যাকশন নিয়েই এবারের আয়োজন।
- লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)
ক্রিকেট বিশ্বের সবচেয়ে ব্যতিক্রমী ও জনপ্রিয় বোলিং অ্যাকশনের মালিক লাসিথ মালিঙ্গা। ক্রিকেট খেলেছে এমন কোন ছেলেই বোধহয় নেই যে মালিঙ্গার বোলিং অ্যাকশন নকল করেনি। বল হাতেও যথেষ্ট ভয়ঙ্কর ছিলেন এই লঙ্কান পেসার। এখনো তাঁর ইয়োর্কার সামলাতে হিমসিম খায় ক্রিকেটের নামী-দামী ব্যাটসম্যানরা। ফলে এই তালিকার সবচেয়ে অবধারিত নামও তিনি।
- জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড)
ইংল্যান্ড ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল পেসারদের একজন জেমস অ্যান্ডারসন। টেস্ট ক্রিকেটে এই বয়সেই ইংল্যান্ডের হয়ে পারফর্ম করে যাচ্ছেন। ফলে ক্রিকেট ভক্তদেরও অন্যতম প্রিয় পেসার তিনি। তাঁর বোলিং অ্যাকশনকে ব্যতিক্রমী না বলে আসলে আইকনিক বলা উচিৎ। একজন পেসারের আদর্শ বোলিং অ্যাকশন ঠিক যা হওয়া উচিৎ। ফলে উঠতি অনেক পেসারই এন্ডারসনের মত বল করার চেষ্টা করেন।
- মুত্তিয়া মুরালিধরন (শ্রীলঙ্কা)
শ্রীলঙ্কা ও বিশ্বক্রিকেট ইতিহাসের সফলতম বোলারের নাম মুত্তিয়া মুরালিধরন। টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে এখনো তিনি সর্বোচ্চ উইকেটের মালিক। তবে তাঁর বোলিং অ্যাকশন নিয়েও আলোচনা সমালোচনা কম হয়নি। বারবার তাঁর অ্যাশনের বিরুদ্ধে প্রশ্ন উঠেছে। তবে প্রতিবারই নিজেকে ল্যাবে প্রমাণ করে ফিরে এসেছেন। তাঁর বোলিং নিয়ে পাড়া-মহল্লায় গলির ক্রিকেটেও উৎসাহের কমতি ছিল না।
- জাসপ্রিত বুমরাহ (ভারত)
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হবার পর থেকেই তাঁর বোলিং অ্যাকশন নিয়ে আলোচিত হন। তাঁর ব্যতিক্রমি এই বোলিং অ্যাকশনে নিয়ে বিশেষজ্ঞরা করেছেন নানা বিশ্লেষণ। এরপরেও বল হাতে ব্যাটসম্যানদের ভুগিয়ে চলেছেন তিনি। অনেকেই বলেন এই বোলিং অ্যাকশন নিয়ে বেশিদিন ক্রিকেট খেলতে পারবেন না তিনি। তবে এই মুহুর্তে বিশ্বের অন্যতম সেরা তো তিনিই।
- শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া)
বিশ্বক্রিকেটের আরেক কিংবদন্তি বোলারের নাম শেন ওয়ার্ন। লেগ স্পিনকে যিনি রীতিমত শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। বিশ্বক্রিকেটের ইতিহাসের অন্যতম সফল বোলারও তিনি। ফলে এই লেগ স্পিনারের বোলিং অ্যাকশন নিয়েও মাতামাতি কম হয়নি। লেগ স্পিনাররা তো বটেই অন্য ছেলে-মেয়েরাও ওয়ার্নের বোলিং অ্যাকশন নকল করতেন।
- ল্যান্স ক্লুজনার (দক্ষিণ আফ্রিকা)
দক্ষিণ আফ্রিকার এই অলরাউন্ডারের বোলিং অ্যাকশনও বেশ জনপ্রিয় ছিল। তাঁর অ্যাকশন মোটামুটি স্বাভাবিকই ছিল তবে বল ছাড়ার আগ মুহুর্তে ছোট্ট একটা লাফ দিতেন। এটাই বেশ আকর্ষনীয় হয়ে উঠেছিল ক্রিকেট ভক্তদের জন্য। এই বোলিং অ্যাকশনও মাঠে অনেককে নকল করতে দেখা যায়।
- জহির খান (ভারত)
ভারতের ক্রিকেটে আসা সফলতম পেস বোলারের নাম জহির খান। বাঁ-হাতি এই পেসার ভারতের ২০১১ বিশ্বকাপেরও নায়ক। তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও তাঁর বোলিং অ্যাকশন অনেক অনেক তরুণ বোলারদের মধ্যেই ছড়িয়ে পড়েছে।
রান আপের সময় তাঁর বলের পজিশন পরিবর্তন করাটাও বেশ জনপ্রিয়তা পেয়েছিল। এছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সফল্য তাঁর বোলিং অ্যাকশনকে আইকনিকন করে তুলেছিল।