জস থেকে জশ হলেন বাটলার!

জশ বাটলার এখন থেকে জশ বাটলার। মানে আগে যে নামে তাকে ডাকতো, এখনও সেই নামেই ডাকবে। শুধু নামের বানানটা পাল্টে ফেলেছেন। নামের শুরুতে ‘জে ও এস’-এর পর একটা ‘এইচ’ যোগ করেছেন। মানে, এখন থেকে আনুষ্ঠানিক ভাবে তিনি জশ বাটলার।

ইংল্যান্ডের সীমিত বলের অধিনায়কের নাম পাল্টানো ঘটনাটা আক্ষরিক অর্থেই নজীরবিহীন। পুরোটা জীবন পার করেছেন ভুল নাম নিয়ে। তাই তিনি আর ভুলের মাঝে কাটাতে চান না বাকি জীবনটা। এবার তাই ভুলটাকেই শুদ্ধ করে সকল দ্বিধা মুছে ফেলেছেন।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় জানিয়ে দিলেন তাঁর সিদ্ধান্ত। তিনি বলেন, ‘হ্যালো, আমি ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক জস বাটলার। তবে পুরোটা জিবন আমাকে ভুল নামে ডাকা হয়েছে। রাস্তার লোকজন থেকে শুরু করে আমার মা পর্যন্ত সবাই ভুল নামে ডেকেছে। তাঁরা আমার জন্মদিনের কার্ডে লিখে, প্রিয় জোশ, তুমি বড় হয়ে যাচ্ছো। শুভ জন্মদিন। অনেক ভালবাসা। এমনকি আমার মেম্বার অফ দ্যা অর্ডার অফ দ্য বৃটিশ এ্যাম্পেয়রে (এমইবি) পর্যন্ত ভুল ছিল। তাই দীর্ঘ তেরো বছর দেশের প্রতিনিধিত্ব এবং দুইটি বিশ্বকাপ জেতার পর এখন সময় এসেছে সমস্যা সমাধান করার। আজ আনুষ্ঠানিকভাবে সবাইকে জানিয়ে দিতে চাই, আমার নাম আজ থেকে জশ বাট বাটলার।’

গত বছর আলোচনায় ছিলেন না বাটলার । আইপিএল ২০২৩ এর আসরে শীর্ষ রান সংগ্রাহকের তালিকায়  ১৮ তম স্থানে ছিলেন। এবারের আসরেও ভালভাবে নিজেকে মেলে ধরতে পারছেন না। লখনৌ সুপার জায়ান্টস আর দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে প্রতি ম্যাচে করেন মাত্র ১১ রান।

নাম পরিবর্তনের পর রাজস্থান রয়্যালসের হয়ে তাঁর প্রথম ম্যাচ হবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। বাটলার, দুইটি বিশ্বকাপ জিতেছেন। তাছাড়াও ২০২২ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পান অরেঞ্জ ক্যাপ। ঐ মৌসুমে ৫৭.৫৩ গড়ে চারটি অর্ধশত এবং চারটি শতকসহ করেন মোট ৮৬৩ রান।

ভিডিও চলাকালীন তিনি বলেন যে সবাই কথায় এবং লেখায় উভয় ক্ষেত্রেই তাঁকে ‘জশ’ বলে ডাকবে। যাইহোক, ভিডিওর শেষের দিকের মজার ছলে তিনি বলেন, ‘ঠিক আছে বন্ধুরা, ভিডিও শেষ হল। ধন্যবাদ, জস।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link