এক অভিনব মাইলফলক ছুলেন ইংল্যান্ড ক্রিকেট দলের ব্যাটার জো রুট। সাবেক অধিনায়ক ও সর্বোচ্চ ইংলিশ টেস্ট রান সংগ্রাহক অ্যালিস্টার কুককে ছাড়িয়ে গিয়েছেন। ক্রিকেট পাড়ার প্রশ্ন পারবেন কি তিনি মহারথী শচীন টেন্ডুলকারকে টপকাতে?
রুটের এ ফলক তাকে ক্রিকেট বিশ্বেও অভিনব এক স্থান দিয়েছে। টেস্টে এখন তাঁর চেয়ে বেশি রান আর মাত্র চার জনের। যারা হচ্ছন রাহুল দ্রাবিড়, জ্যাক ক্যালিস, রিকি পন্টিং আর শীর্ষে শচীন টেন্ডুলকার।
কুকের করা ১২,৪৭২ রান টপকানোর পর তার উপর প্রথমেই থাকবেন দ্রাবিড় যার খাতায় ১৩,২৮৮ রান। কুকের রান থেকে প্রায় ৮০০ রান পাড়ি দিয়ে তিনি সেখানে পৌঁছাবেন।
সে ফলক ছুলেই মাত্র এক রান পিছিয়ে পড়বেন প্রোটিয়া কিংবদন্তি ক্যালিসের চেয়ে। যার চেয়ে মাত্র ৮৯ রান পাড়ি দিলে পাবেন পন্টিংকে।
কুক থেকে শুরু করে প্রায় ৯০০ রান পাড়ি দেয়া বাকি তার। বর্তমান ফর্মের হিসেবে তিনি ২০২৫ এর মাঝেই করে ফেলবেন বলে আশা করা যাচ্ছে। ২০২৩ থেকে এখন নাগাদ তার গড় ৬০ এর বেশি করেছেন প্রায় দুই হাজার রান।
এদিকে পাকিস্তানের সাথে এই সিরিজে বাকি আছে আরও ৫ ইনিংস। তাছাড়া ২০২৬ অ্যাশেজ নাগাদ খেলার সুযোগ আছে ১৬ টেস্ট খেলার। সেক্ষেত্রে তিনিও মুখিয়ে থাকবে সেই ৯০০ রান করার জন্য। যেখান থেকে প্রায় ২৫০০ রান পেরোলে পৌঁছবেন শচীনে।
তবে বাদ সাধবে তার বয়স। চলতি বছরের শেষে তিনি ৩৪-এ পা দেবেন। সেক্ষেত্রে ২০২৬ নাগাদ তিনি ৩৬ বছরের কাছাকাছি চলে যাবেন। সে পর্যন্ত ও তারপরে একই গতিতে রান করা খুব একটা সহজ হবে না তাঁর জন্য।
শচীনকে ছোবেন কিনা তা রুটের ফর্ম ও সাথে প্লেয়িং টাইমের হাতে ছেড়ে দিচ্ছি। তবে ভাগ্য সহায় হলে আর এই গতিতে এগোতে পারলে বিশ্ব ক্রিকেটের অন্যতম কিংবদন্তিরূপেই মঞ্চ ছাড়বেন জোসেফ এডওয়ার্ড রুট।