বিশ্বকাপ খেলতে পারবে তো শ্রীলঙ্কা?

সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ করার পথে অনিশ্চয়তায় রয়েছে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ আর শ্রীলঙ্কা। কারণ এ তিনটি দলের মধ্যে একটি মাত্র দলই সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। বাকি দুটি দলকে বিশ্বকাপ খেলতে হলে টপকাতে হবে বাছাই পর্বের বাঁধা। 

দরজায় কড়া নাড়ছে ওয়ানডে বিশ্বকাপ। আর মাস সাতেক পরেই ভারতের মাটিতে বসবে ক্রিকেটের সবচেয়ে বড় ও জমজমাট এই আসর। ১০ দলের এ টুর্নামেন্টে এরই মধ্যে ৭ টি দেশ তাদের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করেছে।

তবে, সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ করার পথে অনিশ্চয়তায় রয়েছে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ আর শ্রীলঙ্কা দল। কারণ এ তিনটি দলের মধ্যে একটি মাত্র দলই সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। বাকি দুটি দলকে বিশ্বকাপ খেলতে হলে টপকাতে হবে বাছাই পর্বের বাঁধা।

তবে এই মুহূর্তে সবচেয়ে কঠিন পরীক্ষার মাঝে আছে শ্রীলঙ্কা। মূলত বিপত্তিটা হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের প্রথম ওয়ানডে হেরে। এখন লঙ্কানদের জন্য সমীকরণটা হচ্ছে, সরাসরি বিশ্বকাপ খেলার স্বপ্ন জিইয়ে রাখতে হলে, সিরিজের বাকি দুই ম্যাচে কিউইদের হারাতেই হবে তাদের। এর বিপরীতে কিউইদের কাছে লঙ্কানরা যদি একটা ম্যাচও হারে তাহলে সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ হারাবে লঙ্কানরা।

ওয়ানডে সুপার লিগে এই মুহূর্তে ৭৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দশ নম্বরে আছে শ্রীলঙ্কা। সিরিজের বাকি দুই ম্যাচ জিতলে লঙ্কানদের পয়েন্ট হবে ৯৭। এতেও অবশ্য বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত হবে না শ্রীলঙ্কার। তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর উপর। তাই এই মুহূর্তে অনেক ‘যদি’ ‘কিন্তু’র উপর ঝুলছে লঙ্কানদের বিশ্বকাপ ভাগ্য।

বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত না হলেও একটা লাইফ লাইন অবশ্য পাবে শ্রীলঙ্কা। সে ক্ষেত্রে তাদের টপকাতে হবে বাছাই পর্বের বাঁধা। আর সেই পর্ব যে তাদের জন্য সহজ হবে, তা মোটেই নয়। কারণ বাছাইপর্ব হবে ১০ দল নিয়ে। আর সেখান থেকে বিশ্বকাপে সুযোগ মিলবে মাত্র দুটি দলের।

১০ দলের এ বাছাইপর্বে ৫ টি দল থাকবে সুপার লিগ থেকে, যারা বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। আর বাকি ৫ টি দলে ৩ টি আসবে বিশ্ব ক্রিকেট লিগ থেকে এবং বাছাইপর্ব প্লে-অফ থেকে আসবে ২ টি দল।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...