ভাগ্যবান ছিলেন না অধিনায়ক কোহলি!

গণমাধ্যমে অনেক সময় কোহলিকে তির্যক মন্তব্য করলেও এবার তাঁর পক্ষ নিয়েই কথা বলেছেন রশিদ লতিফ। তাঁর মতে, ভারতীয় দলে সে সময়ের অভ্যন্তরীণ অনেক ইস্যুর কারণেই কোহলির আমলে কোনো শিরোপা জয়ের মুহূর্ত আসেনি। 

ব্যাটার হিসেবে যতটা সফল, অধিনায়ক হিসেবে ঠিক ততটা নয়—বিরাট কোহলিকে নিয়ে এমন একটা বদনাম প্রায়শই শোনা যায়। কিন্তু পরিসংখ্যান বলে, টেস্ট ক্রিকেট ইতিহাসে গ্রায়েম স্মিথ আর রিকি পন্টিংয়ে পর সবচেয়ে সফল অধিনায়ক হচ্ছেন তিনি। 

তবে, সফলতার সর্বশেষ মানদণ্ড যে শিরোপা। ভারতের হয়ে অধিনায়ক থাকাকালীন সেই শিরোপার সাফল্যেই উদ্ভাসিত হতে পারেননি কোহলি। তাই ভারতের সাবেক অধিনায়ককে ব্যর্থদের দলেই ভেড়ানো হয়। 

পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ অবশ্য এ ব্যর্থতার দায় কোহলিকে একা দিতে চান না। গণমাধ্যমে অনেক সময় কোহলিকে তির্যক মন্তব্য করলেও এবার তাঁর পক্ষ নিয়েই কথা বলেছেন রশিদ লতিফ। তাঁর মতে, ভারতীয় দলে সে সময়ের অভ্যন্তরীণ অনেক ইস্যুর কারণেই কোহলির আমলে কোনো শিরোপা জয়ের মুহূর্ত আসেনি। 

সম্প্রতি এক ইউটিউব চ্যানেলে ভারতের আইসিসি ট্রফি খরা নিয়ে বলতে গিয়ে রশিদ লতিফ বলেন, ‘বিরাট কোহলি সবসময় জিততে চায়। তাঁর চ্যাম্পিয়ন মানসিকতা সব সময় থাকে। কিন্তু তাঁকে হঠাতই সরিয়ে দেওয়া হল।’

তিনি আরো যুক্ত করে বলেন, ‘ভারত আইসিসির টুর্নামেন্টে পারফর্ম করতে পারেনি। কারণ কোহলি নিজের চাওয়া অনুযায়ী ক্রিকেটার পায়নি। পেলেও হয়ত ঠিকঠাক ভাবে সে ব্যবহার করতে পারেনি।’ 

আসন্ন বিশ্বকাপে ভারতে সম্ভাব্য দল নিয়ে রশিদ লতিফ বলেন, ‘বর্তমানে ভারত দলটা ভাল অবস্থানেই আছে। ৪ নম্বর পজিশনের সমস্যাও তাড়াতাড়ি সমাধান হবে বলেই মনে করছি। ওদের মূল সমস্যাটা, দলটা টপ থ্রি পজিশন নির্ভর।’

‘প্রথম তিন ব্যাটার ৩০ ওভার পর্যন্ত খেললে ভারত সে ম্যাচ জিতবেই। কিন্তু ওদের টপ অর্ডার কোনো দিন ব্যর্থ হলে, ম্যাচ জেতাটা কঠিন হয় যাবে। ওদের উচিত শিখর ধাওয়ানকে দলে ফেরানো। এক বছর আগে যাকে একটা সফরে অধিনায়ল করা হলো, তাকে এভাবে ছুঁড়ে ফেলে দেওয়া ঠিক না।’, যোগ করেন তিনি।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...