জুটির অভাবেই বিপর্যয়

প্রথম ম্যাচে রান তাড়া করতে নেমে নাঈম শেখ ও সৌম্য সরকারের উদ্বোধনী জুটিতেই জয়ের ভিত পেয়েছিল বাংলাদেশ। কিন্তু আজ দুই ওপেনারের সাথে ব্যর্থ ছিলেন বাকিরাও। ম্যাচের সর্বোচ্চ জুটি ছিল আফিফ হোসেন ও শামিম হোসেন পাটোয়ারির সপ্তম উইকেটে ৪১ রান। এছাড়া বলার মতো আর জুটি গড়তে পারেনি বাংলাদেশ।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে সহজে হারালেও আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় হেরেছে বাংলাদেশ। রান তাড়া করতে নেমে বড় কোন জুটিই গড়তে পারেনি সফরকারীরা। ম্যাচ শেষে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ জানিয়েছেন জুটি গড়তে না পারার কারণেই হেরেছে বাংলাদেশ।

প্রথম ম্যাচে রান তাড়া করতে নেমে নাঈম শেখ ও সৌম্য সরকারের উদ্বোধনী জুটিতেই জয়ের ভিত পেয়েছিল বাংলাদেশ। কিন্তু আজ দুই ওপেনারের সাথে ব্যর্থ ছিলেন বাকিরাও। ম্যাচের সর্বোচ্চ জুটি ছিল আফিফ হোসেন ও শামিম হোসেন পাটোয়ারির সপ্তম উইকেটে ৪১ রান। এছাড়া বলার মতো আর জুটি গড়তে পারেনি বাংলাদেশ।

হারের জন্য শুধু বড় জুটি গড়তে না পারাকেই নয়। বাংলাদেশের অধিনায়ক দোষ দিচ্ছেন ফিল্ডিং ব্যর্থতাকেও। আজ বেশ কয়েকটি ক্যাচ ছেড়েছে বাংলাদেশের ফিল্ডাররা। মাহমুদউল্লাহ মনে করেন ম্যাচ জিততে বোলারদের সাহায্য করার দরকার ছিলো ফিল্ডারদের।

মাহমুদউল্লাহ বলেন, ‘আমাদের ভাল জুটি হয়নি। আমরা মাঠে কিছু সুযোগ মিস করেছি যেটা তাদের বড় রান করতে সাহায্য করেছে। আমাদের একটা বড় জুটির প্রয়োজন ছিল। কিন্তু আমরা এটা করতে পারিনি। আমাদের এই জায়গা গুলো দেখতে হবে ও ফিরে আসতে হবে। শরিফুল সত্যিই খুব দুর্দান্ত বল করেছে। বোলাররা চেষ্টা করেছে, ফিল্ডারদের সাহায্য করা দরকার।’

জিম্বাবুয়ের জয়ে ব্যাট হাতে বড় অবদান রেখেছেন ওপেনার ওয়েসলি মাধাভারে। ৫৭ বলে ৭৩ রানের দারুণ এক ইনিংস খেলেছেন তিনি। তার ইনিংসে ভর করেই বড় সংগ্রহ পেয়েছে জিম্বাবুয়ে। তবে তিনি জয়ের কৃতিত্ব দিয়েছেন সবাইকে। এই ওপেনার প্রশংসা করেছেন বাংলাদরশের বোলারদেরও।

মাধেভেরে বলেন, ‘জয়ের জন্য সবাইকে কৃতিত্ব দিতে হবে। সবাই আমাকে ইতিবাচক ধারণা দিয়েছে যা এই ইনিংস খেলতে সাহায্য করেছে। উইকেট স্লো ছিল। বাংলাদেশের বোলারদের ক্রেডিট দিতে হবে। তারা ভালো বোলিং করলেও শেষ পর্যন্ত আমরা ভালো করেছি। আমি টি-টোয়েন্টিতে উদ্বোধন করেছি। আমি এটা দেখার চেষ্টা করছি। তবে আমার পছন্দ হয়েছে।’

গতকাল বাংলাদেশকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েও সহজেই হেরেছিল জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা জানিয়েছেন হারলেও প্রথম ম্যাচ থেকে অনেক কিছু অর্জন করেছেন তারা যা আজ কাজে লেগেছে তাদের। জয়ের জন্য রাজা মুজারবানি সহ কৃতিত্ব দিয়েছেন সবাইকে।

রাজা বলেন, ‘আমরা গতকাল বেশ কয়েকটি ভাল জিনিস অর্জন করেছি তবে সব কিছু করতে পারিনি। তবে আমরা ফলাফল পক্ষে এনেছি। মুজারাবানি সহ সবারই জয়ের জন্য কৃতিত্ব প্রাপ্য। সে তার দক্ষতা দারুণ ভাবে দেখিয়েছে ও দলের পরিকল্পনা অনুযায়ী সব করেছে।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...