শ্রেয়াস আইয়ার, শিভাম মাভি, প্যাট কামিন্স – পর পর তিন বলে তিন উইকেট! হ্যাটট্রিক! এবারের আসরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম হ্যাটট্রিক করলেন চাহাল। স্রেফ হ্যাটট্রিক নয়, হ্যাটট্রিকসহ পাঁচ উইকেট নিয়ে ম্যাচের মোড় পালটে দলকে এনে দিলেন অসাধারণ এক জয়।
রান খরচা করলেও লেগ স্পিনাররা উইকেট এনে দিয়ে ম্যাচের মোড় পালটে দিতে পারেন মূহুর্তেই। লেগ স্পিনার যেকোনো দলের জন্যই ট্রাম্প কার্ড। লেগ স্পিনাররা ম্যাচ উইনার এই কথাটার প্রমাণ আরেকবার আইপিএলের মঞ্চে দিলেন রাজস্থান রয়্যালসের তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল।
এবারের আসরে বল হাতে ফর্মের তুঙ্গে আছেন এই স্পিনার। এক ম্যাচ আগেই লখনৌ সুপার জায়েন্টসের বিপক্ষে শিকার করেছিলেন চার উইকেটের। এরপর কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে গেল ম্যাচে হ্যাটট্রিক সহ পাঁচ উইকেট শিকারের মাধ্যমে এবারের আসরে সবাইকে ছাড়িয়ে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় শীর্ষে চাহাল।
প্রথম ওভারেই দেন ১৭ রান। প্রথম তিন ওভারে ৩৮ রান। বাজে বোলিংয়ে অবশ্য মোটেও বিচলিত হননি তিনি। নিজের উপর আস্থাটা তো ছিল। সেই আস্থা থেকে ঘুরে দাঁড়ান শেষ ওভারে। তাও কিনা দলের সবচেয়ে কঠিন সময়ে। দল তখন ব্যাকফুটে। সেখান থেকে চাহালের ম্যাজিকেল বোলিংয়ে এক ওভারের ব্যবধানেই ম্যাচে জয়ের দ্বারপ্রান্তে রাজস্থান। ১৭তম ওভারে মাত্র ২ রানের বিনিময়ে এই লেগস্পিনার শিকার করেন চার উইকেট।
৫ ওভারে ৪০ রান দিয়ে হ্যাটট্রিকসহ পাঁচ উইকেট!
টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হয়নি। বল হাতে টি-টোয়েন্টিতে গেল বছরের পারফরম্যান্সটাও ভাল ছিল না। দল থেকে বাদ পড়ে আবার ফিরেছেন এ বছর। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবারের আসরে সুযোগ পেয়েছেন রাজস্থান রয়্যালসে। আর সুযোগ পেয়েই করেছেন বাজিমাত। লেগ স্পিন বিষে মাত দিচ্ছেন ব্যাটারদের। এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারি তিনি।
ভারতের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারী। তবুও জায়গা মেলেনি টি-টোয়েন্টি বিশ্বকাপের গেল আসরে। অবশ্য চাহালকে স্কোয়াডকে না রাখার পেছনে নির্বাচকরা যুক্তি দিয়েছিলেন আবুধাবির উইকেট ধীরগতির হওয়ার কারণে তাঁর জায়গায় রাহুল চাহারকে নেওয়া হয়েছে।
বিশ্বকাপে না খেলার আক্ষেপটা তো ছিল। তবে নির্বাচকদের চোখে আঙুল দিয়ে সেই ভুলটা ধরিয়ে দিতে প্রয়োজন ছিল দুর্দান্ত এক প্রত্যাবর্তন। আইপিএলের পঞ্চদশ আসরে বল হাতে জাদু দেখিয়ে এক রাজকীয় প্রত্যাবর্তনে নিজেকে নিয়ে গেলেন সবার উপরে।
বল হাতে ৬ ম্যাচে ৭.৩৩ ইকোনমিতে মাত্র ১০ গড়ে শিকার করেছেন ১৭ উইকেট। চাহালের প্রত্যাবর্তনের রূপটা তাঁর পরিসংখানেই স্পষ্ট।
আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আরেক আসর। স্কোয়াডে নিজের জায়গা অনেকটাই পাঁকা করে ফেলেছেন চাহাল। সেটা নিজের পারফরম্যান্স দিয়েই। অস্ট্রেলিয়ার মাটিতে ফ্ল্যাট উইকেটের দোহাই দিয়ে এবার আর নিশ্চয়ই ভুল করতে চাইবেন না নির্বাচকরা। সুযোগ পেলে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের বোলিং বিভাগে চাহালকে হয়ত দেখা যাবে বিধ্বংসী রূপে।