দ্বিতীয় টেস্ট শুরু হতে হাতে আর মোটে দু’দিন বাকি। এমন সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানাল, চট্টগ্রামের এই টেস্ট চলাকালে দলের সাথে থাকবেন না কোচ চান্দিকা হাতুরুসিংহে।
ব্যক্তিগত জরুরী কারণে হাতুরুসিংহেকে অস্ট্রেলিয়ার বিমান ধরতে হয়েছে। বিসিবি জানিয়েছে, বিষয়টা এতটাই ব্যক্তিগত ও জরুরী যে, হাতুরুসিংহেকে খবর পাওয়া মাত্রই বিমানে উঠতে হয়েছে। কোচের ব্যক্তিগত কারণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাকে ছুটি দেওয়া হয়েছে।
প্রধান কোচ না থাকায় দলের যাবতীয় দায়িত্ব এখন সহকারী কোচ নিক পোথাসের। তিনিই চট্টগ্রাম টেস্টে ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পাল করবেন। সিরিজে বাংলাদেশ ১-০ ব্যবধানে পিছিয়ে আছে।
প্রথম ম্যাচে বাংলাদেশ হেরেছে ৩২৮ রানের বিশাল ব্যবধানে। দ্বিতীয় টেস্টের দলে আছে বড় পরিবর্তন। সাকিব আল হাসান ফিরেছেন। ইনজুরিতে ছিটকে যাওয়া পেসার মুশফিক হাসানের জায়গায় দলে ডাক পেয়েছেন হাসান মাহমুদ।