কুমিল্লার প্রত্যাবর্তন ও শিরোপার অপেক্ষা

এবারের বিপিএলে সবার আগে ফাইনাল নিশ্চিত হওয়া দলটার নাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সিলেট স্ট্রাইকার্স বা রংপুর রাইডার্সের যেকোন একটা দল ফাইনালে হবে তাঁদের প্রতিপক্ষ। অথচ এই কুমিল্লা ভিক্টোরিয়ান্স টুর্নামেন্ট শুরু করেছিল এই দুই দলের কাছে হেরেই। এবারের বিপিএলে নিজেদের প্রথম তিন ম্যাচেই হেরেছিল দলটা।

ফিরে আসার উদাহরণ তো কতই আছে। তবে এবারের বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স যা করে দেখিয়েছে তা তো রীতিমত অবিশ্বাস্য। টুর্নামেন্টের শুরুতেই টানা তিন ম্যাচ হারা দলটাই সবার আগে নিশ্চিত করে ফাইনালের টিকিট। আর এই ফিরে আসার পিছনে ছিলেন দুর্দান্ত এক মাস্টারমাইন্ড আর ক্রিকেটারদের মাঠের পারফর্মেন্স।

এবারের বিপিএলে সবার আগে ফাইনাল নিশ্চিত হওয়া দলটার নাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সিলেট স্ট্রাইকার্স বা রংপুর রাইডার্সের যেকোন একটা দল ফাইনালে হবে তাঁদের প্রতিপক্ষ। অথচ এই কুমিল্লা ভিক্টোরিয়ান্স টুর্নামেন্ট শুরু করেছিল এই দুই দলের কাছে হেরেই। এবারের বিপিএলে নিজেদের প্রথম তিন ম্যাচেই হেরেছিল দলটা।

নিজেদের প্রথম ম্যাচে কুমিল্লা হেরেছিল রংপুরের বিপক্ষে। এরপর সিলেট এবং বরিশালের বিপক্ষেও হেরেছিল দলটা। সেই সময় প্লে অফ খেলা নিয়েও একটা সংশয়ের তৈরি হয়েছিল। তবে সেখান থেকেই ঘুরে দাঁড়িয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এরপর টানা নয় ম্যাচ জিতে হয়েছে লিগ পর্বে দ্বিতীয় সেরা দল।

প্লে অফে সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে নিশ্চিত করে ফেলেছে ফাইনালও। ফলে এখন পর্যন্ত টানা দশ ম্যাচ জিতে ফাইনালের অপেক্ষায় আছে দলটি। অপেক্ষা টানা দুই শিরোপা জয়ের। অপেক্ষা আরেকবার কোচ মোহাম্মদ সালাউদ্দিনের মাস্টার স্ট্রোকের।

বিপিএলের ইতিহাসেই সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বলা ভালো, বিপিএলের একমাত্র পরিকল্পিত ফ্র্যাঞ্চাইজিও এটিই। অন্যদলগুলোর সবসময়ই এগিয়ে থাকে এই দলটা। প্রতিবারই দেশি-বিদেশি দারুণ সব ক্রিকেটারদের নিয়ে গড়া হয় দল। আর বর্তমান চ্যাম্পিয়নরা প্রহর গুনছে আরেকটা শিরোপা ঘরে তোলার।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এমন ঘুরে দাঁড়ানোর পিছনে অন্যতম ভূমিকা ছিল তাঁদের কোচ মোহাম্মদ সালাউদ্দিনের। এই কোচের পরিকল্পনাতেই দারুণ ভাবে ফিরে এসেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

এছাড়া কুমিল্লা দলও গড়েছিল চ্যাম্পিয়ন হবার মতই। এই দলটার হয়ে এই মৌসুমে খেলেছেন পাকিস্তানের নামী কয়েকজন ক্রিকেটার। ওপেনার মোহাম্মদ রিজওয়ান খেলে গিয়েছেন দলটার হয়ে। এছাড়া নাসিম শাহ, খুশদিল শাহরাও খেলেছেন কুমিল্লার হয়ে। টুর্নামেন্টের শেষ সময়ে আবার তাঁরা উড়িয়ে এনেছে মঈন আলী, আন্দ্রে রাসেল, সুনীল নারাইনদের।

শুধু বিদেশি ক্রিকেটারই নয়। দেশের সেরা ক্রিকেটারদেও দলে নিয়েছে তাঁরা। ব্যাট হাতে ওপেন করার জন্য তাঁদের দলে আছে লিটন দাস। এছাড়া পেস বোলিং আক্রমণে আছেন মুস্তাফিজুর রহমান। তরুণ জাকের আলী, মুকিদুল ইসলামদের মত প্রতিভাবান ক্রিকেটাররাও খেলছেন দলটায় হয়ে।

আর এই পুরো দলটাকে এক সুতোয় গেঁথেছেন তাঁদের হেড কোচ মোহাম্মদ সালাউদ্দিন। মাঠে তাঁদের এই অনবদ্য পারফর্মেন্সের মাস্টারমাইন্ড তো তিনিই। সবমিলিয়ে আরেকটা বিপিএল শিরোপা জয়ে দ্বারপ্রান্তে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। টানা দ্বিতীয় শিরোপা জয়ের পথে বাঁধা শুধু আর একটি ম্যাচ।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...