আইপিএল ক্ল্যাসিকোয় চেন্নাইয়ের দাপুটে জয়

ঘরের মাটিতে এসেও নিজেদের ভাগ্য বদলাতে ব্যর্থ হলো মুম্বাই ইন্ডিয়ানস। চার বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের কাছে ৭ উইকেটে হেরে এখন পর্যন্ত এবারের আসরে জয়শূন্যদের দলেই থাকতে হচ্ছে পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানসকে। 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসের সবচেয়ে সফল দুই দলের ম্যাচ। ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাই সে ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। তবে শেষ পর্যন্ত একপেশে এক ম্যাচ হয়েই শেষ হয়েছে আইপিএলের এই ক্ল্যাসিকো।

ঘরের মাটিতে এসেও নিজেদের ভাগ্য বদলাতে ব্যর্থ হলো মুম্বাই ইন্ডিয়ানস। চার বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের কাছে ৭ উইকেটে হেরে এখন পর্যন্ত এবারের আসরে জয়শূন্যদের দলেই থাকতে হচ্ছে পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানসকে।

টসে জিতে এ দিন প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে ইনিংসের শুরুতে চেন্নাইয়ের বোলিং লাইনআপকে ভালই পরীক্ষা নিতে শুরু করেন মুম্বাইয়ের দুই ওপেনার রোহিত শর্মা এবং ইশান কিষাণ।

এ দুই ব্যাটারের প্রায় ১০ এরও বেশি রানরেটে ব্যাটিংয়ের সুবাদে বড় সংগ্রহের পথেই চোখ ছিল মুম্বাইয়ের। তবে সে যাত্রায় বাঁধা হয়ে আসেন তুষার দেশপাণ্ডে। ইনিংসের চতুর্থ ওভারে রোহিত শর্মাকে ফিরিয়ে চেন্নাইকে প্রথম ব্রেক থ্রু এনে দেন এ পেসার।

রোহিত শর্মা ফিরে যাওয়ার পর তাঁরই পথ ধরে এর কিছুক্ষণ বাদে সাজঘরে ফিরে যান আরেক ওপেনার ইশান কিষাণও। মূলত এ দুই ওপেনার ফিরে যাওয়ার পরই মুম্বাই আর বড় সংগ্রহের পথে পা বাড়াতে পারেনি। এর মূলে অবশ্য ব্যাটারদের ইনিংস বড় করতে না পারার ব্যর্থতাটা তীব্রভাবে ফুটে উঠেছিল।

টি-টোয়েন্টিতে নাম্বার ওয়ান ব্যাটার সুরিয়াকুমার যাদবও অফফর্মের বৃত্ত থেকে বের হতে পারেননি। ফিরেছেন মাত্র ১ রানে। মুম্বাইয়ের ইনিংসের যা একটু রান এসেছে তা তিলক ভার্মা আর টিম ডেভিডের ছোট দুটি ইনিংসে। অবশ্য কেউ বড় ইনিংস খেলতে না পারলেও ছোট ছোট ইনিংসের সৌজন্য চেন্নাইকে শেষ পর্যন্ত ১৫৮ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় মুম্বাই ইন্ডিয়ানস।

১৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই ধাক্কা খায় চেন্নাই সুপার কিংস। জেসন বেহনডর্ফের বলে বোল্ড হয়ে শূন্য রানেই ফিরে যান ডেভন কনওয়ে। অবশ্য শুরুর এ প্রতাপ আর ধরে রাখতে পারেনি মুম্বাইয়ের বোলাররা। বহুদিন বাদে আইপিএলের কোনো ম্যাচে সুযোগ পেয়েই এ দিন বোলারদের উপর চড়াও হতে শুরু করেন আজিঙ্কা রাহানে।

চার, ছক্কায় প্রবল আগ্রাসী ব্যাটিং করতে থাকা রাহানের ঐ ব্যাটিংই মুম্বাইকে ম্যাচ থেকে ছিটকে দেয়। মাত্র ১৯ বলে ফিফটি হাঁকানো রাহানের ব্যাটিং ঝড় থামে শেষ পর্যন্ত ২৫ বলে ৬১ রানের ইনিংসে। তবে ততক্ষণে মুম্বাইয়ের ম্যাচ জয়ের আশার পাল ছিড়ে সব লন্ডভন্ড হয়ে গিয়েছে।

রাহানে ফিরে গেলেও পরের ব্যাটারদের ব্যাটিং দৃঢ়তায় কোনো পরীক্ষার মধ্যেই পড়তে হয়নি চেন্নাই সুপার কিংসকে। শেষ দিকে অনেকটা আয়েশী ব্যাটিংয়েই মুম্বাইয়ের দেওয়া লক্ষ্য টপকে যায় চেন্নাই। ১১ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ধোনির চেন্নাই সুপার কিংস।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...