বাংলাদেশের বিপক্ষে আফগানদের ‘সুবিধা’ দিয়েছেন আম্পায়ার ধর্মসেনা

আবারো আম্পায়ারিং বিতর্কে জড়ালেন শ্রীলঙ্কান আম্পায়ার কুমার ধর্মসেনা। এখন পর্যন্ত দুটি আম্পায়ারিং করা ধর্মসেনা উভয় ম্যাচেই জড়িয়ে অভিন্ন বিতর্কে।

আবারো আম্পায়ারিং বিতর্কে জড়ালেন শ্রীলঙ্কান আম্পায়ার কুমার ধর্মসেনা। এখন পর্যন্ত দুটি আম্পায়ারিং করা ধর্মসেনা উভয় ম্যাচেই জড়িয়ে অভিন্ন বিতর্কে। তবে এবার আর বিতর্কিত সিদ্ধান্ত নয়, নিয়ম বহি:র্ভূত এক কাজ করে এসেছেন আলোচনায়। তাতে আবার জড়িয়ে আছে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচও।

ঘটনাটা মূলত ধর্মশালায় আফগানিস্তানের দেওয়া ১৫৭ রানের লক্ষে ব্যাট করতে বাংলাদেশের ইনিংসের সময়। ইনিংসের তৃতীয় ওভারে মুজিবের করা চতুর্থ বলে পরাস্ত হন তানজিদ হাসান তামিম। ব্যাটে পুরোপুরি সংযোগ না ঘটায় বল লাগে প্যাডে। আর এতেই এলবিডব্লিউ-এর আবেদন করে আফগানরা। কুমার ধর্মসেনা সেই আবেদন পরবর্তীতে নাকচ করে দেন।

ততক্ষণ পর্যন্ত ঠিক ছিল তবে। তবে আফগানিস্তান যখন ডিআরএসের (ডিসিশন রিভিউ সিস্টেম) দিকে শরণাপন্ন হতে যাবে, ঠিক তখনই ধর্মসেনা ইঙ্গিত দেন, বলটা প্যাডের আগে ব্যাটে লেগেছে। ধর্মসেনার এমন ইঙ্গিতে শেষ পর্যন্ত সেই রিভিউ থেকে সরে আসে। অথচ, আফগানরা সেই রিভিউ নিলে, তাদের একটি রিভিউ নষ্ট হতে পারতো।

অবশ্য এটিই প্রথম নয়। আসরের শুরুর ম্যাচেও এমন কাণ্ড ঘটিয়েছেন লঙ্কান এ আম্পায়ার। ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচে ইংল্যান্ডের ইনিংসে একবার এলবিডব্লিউয়ের আবেদন জানিয়েছিল কিউইরা। তবে ধর্মসেনা সেই আবেদন প্রত্যাখ্যান করে আগেই জানিয়ে দেন বলটা স্ট্যাম্পের ওভার দ্য উইকেটে ছিল। ফলত, আম্পায়ারের এমন ইঙ্গিতে আর রিভিউয়ের চেষ্টা করেনি নিউজিল্যান্ড।

বোলারের আবেদনের পরিপ্রেক্ষিতে আম্পায়ার তাঁর যেকোনো সিদ্ধান্তই জানাতে পারেন। তবে ফিল্ডারকে প্রভাবিত করার মতো ব্যখ্যা মাঠে প্রদান করলে তা নিশ্চিতভাবেই নিয়ম বহিঃর্ভূত কাজ। কুমার ধর্মসেনা সেই ভুলটাই করেছেন। তবে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হলেও আইসিসি’র কাছ থেকে কোনো বিবৃতি মেলেনি।

অবশ্য কুমার ধর্মসেনার এমন বিতর্কিত কাণ্ড এবারই প্রথম নয়। সর্বশেষ বিশ্বকাপের ফাইনালেও বড় এক ভুল করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছিলেন তিনি। বিশ্বকাপের ফাইনালে শেষ ওভারের চতুর্থ বলে দুই রানের জন্য দৌড় দিয়েছিলেন বেন স্টোকস। কিন্তু বাউন্ডারি লাইন থেকে মার্টিন গাপটিল থ্রো করেন। সেই থ্রো বেন স্টোকসের ব্যাটে লেগে ওভার থ্রোতে বাউন্ডারির বাইরে চলে যায়।

অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকা কুমার ধর্মসেনা সেটিকে ছয় রান দেন। এই ছয় রানই পরে ইংল্যান্ডের অঙ্ক সহজ করে দেয়। যদিও ম্যাচ শেষ পর্যন্ত টাই হয়। খেলা গড়িয়েছিল সুপার ওভারে। চূড়ান্ত নাটকীয়তায় সেখানেও টাই হলে বাউন্ডারি ব্যবধানে ইংল্যান্ড জিতে যায় ম্যাচটি। প্রথম বারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পায় ইংলিশরা।

তবে এরপর থেকেই শুরু হয় আলোচনা। ওভার থ্রোতে থেকে পাওয়া ৬ টা রানের জায়গায় ইংল্যান্ড পেতো ৫ রান। কিন্তু ধর্মসেনার ভুল করে ইংল্যান্ডকে ৬ রান দেন। যদিও পরবর্তীতে নিজের এ সিদ্ধান্তের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছিলেন লঙ্কান এ আম্পায়ার।

 

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...