ধোনির মঞ্চে নায়ক রাচিন!

ওপেনিংয়ে নেমে ৪৫ বলে ৬৫ রান করে অপরাজিত থাকলেন। ধোনিকে সাথে নিয়ে হাসিমুখে ম্যাচ শেষ করে বের হলেন!

উত্তাল গ্যালারি! ক্রিজে আসছেন খোদ মহেন্দ্র সিং ধোনি! চিপক তখন উল্লসিত, ধারাভাষ্যকাররাও উচ্ছ্বসিত। ধোনি কি একটা ছক্কা দিয়ে ম্যাচ শেষ করবেন? থালা-থালা, ধোনি চিৎকার চারপাশে! জয়ের জন্য দরকার চার রান। হাতে আছে আটটা ডেলিভারি! এ তো খুব সহজ লক্ষ্য! ধোনির নিজের আগমণটা স্বার্থক করার এর চেয়ে দারুণ সুযোগ আর হতেই পারে না। কিন্তু, না! ধোনির মঞ্চে নায়ক বনে গেলেন রাচিন রবীন্দ্র।

১৯ তম ওভারের শেষ দুইটা ডেলিভারি দেখে শুনে খেললেন ধোনি। ২০ তম ওভারের শুরুতে স্ট্রাইকে রাচিন। স্বদেশী মিশেল স্যান্টনারের ডেলিভারি, রাচিন রবীন্দ্রের ব্যাট, আর সেই চেনা দৃশ্য—‘ফিনিশিং ইন স্টাইল!’ ঠিক যেন ধোনিরই প্রতিচ্ছবি!

১৯তম ওভারের প্রথম বলেই বাজিমাত করলেন রচিন। ফুললেংথ বলটা অফস্টাম্পের একটু বাইরের দিকে পড়ল, সেটাকে তাড়া করতে এক মুহূর্তও ভাবলেন না এই তরুণ। ব্যাটের মাঝখান দিয়ে টাইমিং করলেন, বলটা ভেসে গেল লং-অনের ওপর দিয়ে—সোজা গ্যালারির ভেতরে! ম্যাচ শেষ, জয় নিশ্চিত চেন্নাই সুপার কিংসের!

পুরো ১২টা বছর হয়ে গেল, মুম্বাই ইন্ডিয়ান্সের আইপিএল অভিযান কখনোই জয়ের হাসি দিয়ে শুরু হয়নি। এবারও সেটা হতে দিলেন না রাচিন। ওপেনিংয়ে নেমে ৪৫ বলে ৬৫ রান করে অপরাজিত থাকলেন। ধোনিকে সাথে নিয়ে হাসিমুখে ম্যাচ শেষ করে বের হলেন!

Share via
Copy link