Social Media

Light
Dark

কনুইয়ের আঘাত ভুলে এক হলেন ফিজ-ধোনি

মুস্তাফিজুর রহমানের কাঁধে মহেন্দ্র সিং ধোনির হাত, মুখ দেখে বোঝা যাচ্ছিলো কিছু একটা পরামর্শ দিচ্ছেন। হয়তো কোন লাইনে বল করলে ব্যাটার পরাস্ত হবে কিংবা কোথায় ফিল্ডার রাখলে রান আটকানো যাবে এসব বলছিলেন এই কিংবদন্তি উইকেটরক্ষক।

চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ম্যাচের পর থেকেই এমনই একটা ভিডিও ক্লিপ ভাসছে নেট দুনিয়ায়। আর এই ভিডিও হৃদয় জিতে নিয়েছে বাংলাদেশী ক্রিকেটপ্রেমীদের, একইসাথে অবশ্য মনকে উড়িয়ে নিয়েছে নয় বছর আগের একটা দিনে। যখন এই দুই তারকা মুখোমুখি হয়েছিলেন এক অপরের।

মুস্তাফিজ তখন মাত্র পা রেখেছেন আন্তর্জাতিক ক্রিকেটে, ধোনি তখন ভারতীয় দলের অধিনায়ক। মিরপুরে সেবার বাংলাদেশ বনাম ভারত সিরিজ চলছিল। অভিষিক্ত মুস্তাফিজ পরাক্রমশালী ভারতকে একাই নাজেহাল করে তুলেন, সেটা হয়তো সহ্য করতে পারেননি এই ডানহাতি।

তাই তো দৌড়ে রান নেয়ার সময় কনুই দিয়ে টাইগার পেসারকে আঘাত করে বসেন তিনি। দোষটা আসলে কার ছিল সেটি নিয়ে তর্ক হতেই পারে, তবে এমন ঘটনা আলোড়ন তুলেছিল ক্রিকেটাঙ্গনে।

এরপর কেটে গিয়েছে অনেকটা সময়, কাটার মাস্টার এখন ক্যারিয়ারের মধ্যগগণে আর ক্যাপ্টেন কুল এখন অবসরের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন। পুরনো দ্বন্দ ভুলে এক হয়েছেন তাঁরা, আর তাতে ভাল কিছুই হয়েছে।

চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে জড়াতেই নতুন জীবন পেয়েছেন মুস্তাফিজ। দলটির হয়ে অভিষেক ম্যাচেই জয়ের নায়ক বনে গিয়েছেন তিনি, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে শিকার করেছেন চার চারটি উইকেট। বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিসের মত ব্যাটাররা আটকা পড়েছেন তাঁর জাদুতেই।

বলা হয়ে থাকে, একজন বোলারের পারফরম্যান্স নির্ভর করে ফিল্ড সেটআপ আর কখন বল করছেন সেটার উপর। চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় হলেও এসব ব্যাপার এখনো সামলাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। তাই তো ফিজের এতটা বিধ্বংসী হয়ে উঠার পিছনে তাঁর অবদান অস্বীকার করার কোন সুযোগ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link