মহেন্দ্র সিং ধোনির মাহাত্ম্য নতুন করে বলবার নয়। তিনি রীতিমত একজন রোল মডেল। তাকে এক মুহূর্ত দেখার কত যে বাসনা! আর তার বন্ধুত্বপূর্ণ আচরণের চর্চা তো আর থেমে নেই। রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের ইনিংসের শেষে এক হৃদয়গ্রাহী দৃশ্যের অবতারণা হয়। আর সেই দৃশ্যের মূল নায়ক আর কেউ নন, তিনি মহেন্দ্র সিং ধোনি। সিঁড়িতে পড়ে থাকা একটি বল তুলে দেন গ্যালারিতে থাকা ছোট্ট একটি মেয়েকে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২৯ তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ২০ রানের জয় পায় চেন্নাই সুপার কিংস। তবে সব কিছু ছাপিয়ে সবার নজর ছিল ধোনির দিকে। তিনি মূলত মুম্বাইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার ওভারে ঝড় তোলেন সে ম্যাচে।
২০ তম ওভারের তৃতীয় বলে মাঠে নামেন তিনি। প্রথম তিন বলে হ্যাট্রিক ছক্কা সহ ৪ বলে করেন মোট ২০ রান। তার স্ট্রাইক রেট ঠেকে ৫০০ এর কোঠায়। ইনিংস শেষে চেন্নাইয়ের স্কোরবোর্ডে ২০৬ জমা হয়। জবাবে রোহিত শর্মার ব্যাট হয়ে ওঠে তরবারি। তবুও শেষ অবধি মুম্বাই ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৬ রান করতে সমর্থ হয়।
সেই ম্যাচে রোহিত শর্মার শতকও ব্যর্থ হয় ধোনির ২০ রানের কাছে। স্বল্প সময়ে হার্দিক পান্ডিয়ার উপর তান্ডব চালিয়ে মহেন্দ্র সিং ধোনি ফিরছিলেন সাঝঘরে। সিড়িতে উঠতে গিয়ে একটি বল পড়ে থাকতে দেখেন তিনি। বলটি নিজের হাতে তুলে নেন । আর সেই বল তুলে দেন গ্যালারিতে থাকা ছোট্ট একজন দর্শককে। মনোমুগ্ধকর এক দৃশ্যের সাক্ষী হয় গোটা ওয়াংখেড়ে।
ছোট্ট মেয়েটি তার ছোট্ট হাতে বলটি গ্রহণ করে। খুশিতে আত্মহারা এক উচ্ছ্বাস। ক্রিকেটে শুধুই ব্যাট আর বলেরই খেলা দেখা যায়, তা নয়। বরং এমনি কিছু কিছু সুন্দর মুহূর্তেরও দেখা যায়। চেন্নাইয়ের হয়ে তান্ডব চালিয়েছে আরও দুই ব্যাটার। দলপতি রুতুরাজ গাইকোয়াড় ১৭২.৫০ স্ট্রাইক রেটে ৪০ বলে করেন ৬৯ রান। অন্যদিকে শিবম দুবে ১৭৩.৮০ স্ট্রাইক রেটে ৩৮ বলে করেন ৬৬ রান করে ধোনির সাথেই অপরাজিত থেকে ইনিংস শেষ করেন।
ছয় ম্যাচে চার জয় আর দুই পরাজয় নিয়ে আইপিএলের এবারের আসরে পয়েন্টস টেবিলের তিন নাম্বারে অবস্থান করছে রুতুরাজের দল। তাঁদের ধারাবাহিক এই সাফল্যে বোঝাই যাচ্ছে তাঁরা এবারের আসরের শিরোপার অন্যতম দাবিদার।