লিগের সব ম্যাচই মিরপুরে!

স্থগিতাদেশ বেশি দিন থাকছে না। আগামীকাল থেকেই আবার মাঠে গড়াবে এবারের আসর। তবে আগের সূচি অনুযায়ী তিনটি ভেন্যুতে সকালে তিনটি ও দুপুরে তিনটি ম্যাচ শুরু হলেও নতুন সূচি অনুযায়ী প্রতিদিন অনুষ্ঠিত হবে তিনটি করে ম্যাচ। যার প্রতিটিই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

গতকাল থেকে শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। কিন্তু বৃষ্টির কারণে গতকাল প্রথম রাউন্ডের ছয় ম্যাচের চারটির ফলাফল হলেও প্রবল বর্ষণের কারণে আজ দ্বিতীয় রাউন্ড মাঠেই গড়াতে পারেনি। এমন অবস্থায় বাধ্য হয়েই আজ সকালে এবারের আসর তিন দিনের সাময়িক স্থগিত ঘোষণা করা হয়েছিল।

কিন্তু এই স্থগিতাদেশ বেশি দিন থাকছে না। আগামীকাল থেকেই আবার মাঠে গড়াবে এবারের আসর। তবে আগের সূচি অনুযায়ী তিনটি ভেন্যুতে সকালে তিনটি ও দুপুরে তিনটি ম্যাচ শুরু হলেও নতুন সূচি অনুযায়ী প্রতিদিন অনুষ্ঠিত হবে তিনটি করে ম্যাচ। যার প্রতিটিই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

অতিরিক্ত জলাবদ্ধতার কারণে আপাতত কোন ম্যাচ অনুষ্ঠিত হবে না বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) দুই মাঠে। দুই জুন থেকে পাঁচ জুন পর্যন্ত মিরপুরে খেলা হওয়ার পর বিকেএসপির মাঠ শুকিয়ে গেলে আবার আগের সূচি অনুযায়ী খেলা চলবে।

এই সব কিছু খেলা ৭১-কে নিশ্চিত করেছেন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) সদস্য সচিব আলী হোসেন। তিনি জানিয়েছেন মিরপুরে চার দিন তিনটি করে ম্যাচ হওয়ার পর আবার আগের মত সব হবে।

জানা গেছে মিরপুরে সকাল নয়টায় প্রথম ম্যাচ মাঠে গড়ানোর পর দ্বিতীয় ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়। এরপর ফ্লাডলাইটের আলোতে দিনের শেষ ম্যাচ শুরু হবে সন্ধা ছয়টায়।

টুর্নামেন্টের প্রথম দিন গতকাল সকালে অনুষ্ঠিত হয়েছে তিনটি ম্যাচ। প্রথম ম্যাচেই জয় পেয়েছে আবাহনী লিমিটেড তবে বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল বাকি দুই ম্যাচ। আর প্রথম রাউন্ডের শেষ তিন ম্যাচে জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, মোহামেডান স্পোটিং ক্লাব ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

প্রথম রাউন্ড শেষে রানরেটে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে শেখ জামাল ধানমন্ডি ক্লাব, আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোটিং ক্লাব।

ডিপিএলের প্রথম দিন সকালেই ব্যাট হাতে আলো ছড়িয়েছিলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়। এছাড়া দায়িত্বশীল ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছিলেন মুশফিকুর রহিম। আর বল হাতে অনবদ্য ছিলেন তাইজুল ইসলাম।

টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচেই ব্যাটে বলে উজ্জ্বল ছিলেন সাকিব আল হাসানও। এছাড়া ম্যাচ জয়ী ঝড়ো ইনিংস খেলেছিলেন তামিম ইকবাল। তবে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, নাসির হোসেন ও মোহাম্মদ মিঠুনরা।

সাময়িক স্থগিত হলেও এই দুই দিন জৈব সুরক্ষা বলয়েই থাকবেন ক্লাব গুলোর ক্রিকেটার, কোচিং প্যানেলের সদস্য ও সাপোর্ট স্টাফারের সদস্যরা। রাজধানীর চারটি পাঁচ তারকা হোটেলে রয়েছেন সবাই। হোটেল গুলো হলো আমারি, ওয়েস্টিন, ইন্টারকন্টিনেন্টাল এবং ফোর পয়েন্টস বাই শেরাটন।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...