এখনও চূড়ান্ত নয় রাহুল-লক্ষ্মণের ভবিষ্যৎ

বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, ‘সর্বশেষ তথ্য অনুযায়ী রাহুল এবং বোর্ডের মধ্যে আলোচনা হয়েছে। তাঁর গৃহীত সিদ্ধান্ত আমরা অবশ্যই সম্মান করব। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সাত আট মাস বাকি থাকায় নতুন কোচ আসলে যথেষ্ট সময় পাবেন।’

বিশ্বকাপের ফাইনাল শেষ হওয়ার পরপরই রাহুল দ্রাবিড়ের দুই বছরের চুক্তির সমাপ্তি ঘটেছিল। এরপর থেকেই প্রশ্ন উঠেছে ভারতীয় ক্রিকেটে দ্রাবিড়ের কোচিং ক্যারিয়ার দীর্ঘায়িত হবে নাকি রোহিত শর্মাদের বিদায় বলে দেবেন তিনি। আনুষ্ঠানিক উত্তর পাওয়া না গেলেও শোনা গিয়েছে নতুন কোচ পেতে যাচ্ছে ভারত।

আপাতত এই কিংবদন্তির সঙ্গে আলোচনা করছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। যদিও নতুন মনে মনে নতুন কাউকে দায়িত্ব দিতে আগ্রহী তাঁরা, আর সেজন্য বোর্ডের পছন্দ ভিভিএস লক্ষ্মণকে।

বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, ‘সর্বশেষ তথ্য অনুযায়ী রাহুল এবং বোর্ডের মধ্যে আলোচনা হয়েছে। তাঁর গৃহীত সিদ্ধান্ত আমরা অবশ্যই সম্মান করব। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সাত আট মাস বাকি থাকায় নতুন কোচ আসলে যথেষ্ট সময় পাবেন।’

অবশ্য সব দিক থেকে ভাবনাচিন্তা করে তারপরই সিদ্ধান্ত নেয়া হবে এমনটাই জানিয়েছেন তিনি, বলেন যে, ‘ অন্তত টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বর্তমান কোচ এবং অধিনায়কের জুটি একই রাখা হবে কিনা তা নিয়েও আমরা কথা বলছি। শীঘ্রই একটি সিদ্ধান্তে পৌঁছানোর আশা করছি যাতে সামনের পরিকল্পনা স্পষ্ট হয়।’

কিন্তু নতুন কাউকে দ্রাবিড়ের আসনে বসানো হলে সেটা হবেন লক্ষ্মণ-ই, তা প্রায় নিশ্চিত। বর্তমানে এনসিএ প্রধানের দায়িত্ব পালন করা এই সাবেক ক্রিকেটারকে ভবিষ্যৎ কোচ হিসেবে ভাবা হচ্ছে। তিনি ভারতীয় দল, ক্রিকেটার এবং সাম্প্রতিক অনুশীলন পদ্ধতির সাথে পরিচিত। আবার জাতীয় দলের সাথে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তাঁর।

তাই আগামী সময়গুলোতে কে হবেন ড্রেসিংরুমের গুরু সেটা জানতে অপেক্ষা করতেই হচ্ছে।।ক্যাপ্টেন রোহিত শর্মা, প্রধান নির্বাচক অজিত আগারকার এবং বিসিসিআইয়ের আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা সহ টিম ম্যানেজম্যান্টের দায়িত্বশীল সদস্যরা শীঘ্রই একটি সভার আয়োজন করবেন, সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...