দুবের ফিরে আসার পেছনেও ধোনি

ভারত জাতীয় দলে অভিষেকের পর দল থেকে বাদ পড়তেও খুব একটা সময় লাগেনি দুবের। তবে এবারের আইপিএল দিয়ে যেন পুনঃজন্ম হয়েছে দুবের। চেন্নাই সুপার কিংসের পঞ্চম শিরোপা জয়ে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই দুবে।

অনেক সম্ভাবনা নিয়েই ভারতের ক্রিকেটে আবির্ভাব হয়েছিলো শিভম দুবের। প্রতিভায় ভরা ভারতীয় ক্রিকেটে পেস বোলিং অলরাউন্ডার পাওয়াটা যেন একটু হলেও কঠিন। যার কারণে হার্দিক পান্ডিয়ার ইনজুরির সময় এই জায়গাটা শূন্যই পড়েছিলো।

ভারত জাতীয় দলে অভিষেকের পর দল থেকে বাদ পড়তেও খুব একটা সময় লাগেনি দুবের। তবে এবারের আইপিএল দিয়ে যেন পুন:জন্ম হয়েছে দুবের। চেন্নাই সুপার কিংসের পঞ্চম শিরোপা জয়ে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই দুবে।

টুর্নামেন্ট শুরুর আগে যদি প্রেডিকশন করা হতো যে এবারের আইপিএলে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি ছয় কে মারবেন তাহলে নিশ্চিতভাবেই সেই আলোচনায় দুবের নাম থাকতো না। কিন্তু এবারের আইপিএলে ৩৫ ছক্কা মেরে সেই রেকর্ড নিজের করে নিয়েছেন দুবে। টুর্নামেন্টে দুবে করেছেন ৩৮ গড়ে ৪১৮ রান। স্ট্রাইকরেটটা দারুণ, ১৫৮.৩৩।

মাত্র ১৩ টি-টোয়েন্টিতেই থমকে আছে দুবের আন্তর্জাতিক ক্যারিয়ার। সবশেষ টি-টোয়েন্টিটাও খেলেছেন প্রায় তিন বছর আগে। ঘরোয়া অন্যান্য আসর গুলোতেও খুব বলার মত কিছু করেছেন তেমনটাও নয়।

তবে, ভারতীয় দলে ফেরার আলোচনায় ফিরতে দুবে বেছে নিলেন এবারের আইপিএলকেই। যিনি ভারতীয় দলের আশেপাশেও ছিলেন না, সেই দুবেই এখন সামনেয় ওয়েস্ট ইন্ডিজ সফরের দলের বিবেচনায় আছেন বেশ ভালোভাবেই।

এমন অসাধারণ প্রত্যাবর্তনের কৃতিত্ব অবশ্য দুবে দিতে চাইলেন তাঁর অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনিকেই। টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাতকারে দুবে বলেন, ‘মাহি ভাই অনেক সাহায্য করেছেন আমাকে। তিনি আমাকে বলেছিলেন নিজেকে উজার করে দিতে। তিনি বলেছিলেন, আমার ওপর তাঁর বিশ্বাস আছে যে আমি ভালো করব। আমাকে নিজের সহজাত খেলাটা খেলতে বলেছেন তিনি। তিনি বলেন, আমাকে দলে আমার ভূমিকা নিয়ে খুব বেশি না ভাবতে, আমি যেভাবে খেলতে চাই, সেভাবেই যেন খেলি।’

চলতি টুর্নামেন্টে যেন নতুন এক দুবেরই দেখা মিলেছে। ছক্কা হাঁকানোটা যেন ছেলেখেলায় পরিণত করেছিলেন তিনি। এরজন্যেও চেন্নাই টিম ম্যানেজমেন্ট ও অধিনায়ক ধোনিকেই কৃতিত্ব দিতে চান দুবে।

দুবে বলেন, ‘অবশ্যই আমি নেটে অনেক পরিশ্রম করেছি এর জন্য। আমাকে সমর্থন যোগানোর জন্য চেন্নাই টিম ম্যানেজমেন্ট ও মাহি ভাইকে (ধোনি) কৃতিত্ব দিতে চাই। সবচেয়ে বেশি ধন্যবাদ দিতে চাই আমাদের সমর্থকদের। যারা শুধুমাত্র চেপুক নয়, পুরো ভারত জুড়েই আমাদের সাথে ছিল।’

দুবের এমন ছক্কা হাঁকানোর সামর্থ্য দেখে অনেকেই তাকে নতুন যুবরাজ সিং উপাধি দিয়ে দিয়েছেন। ব্যাপারটা জানেন দুবেও। তিনি বলেন, ‘হ্যাঁ, মানুষ আমাকে বলেছে যে আমি তাদের যুবরাজ সিংয়ের কথা মনে করিয়ে দিয়েছি। আমার অনেক গর্ব হয় যখন মানুষ আমার ব্যাটিংয়ের ধরণকে যুবরাজ সিংয়ের মত একজন গ্রেট ক্রিকেটারের সাথে তুলনা করে।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...