বিপিএল চলবে আর পারিশ্রমিক ইস্যুতে কোনো কথা হবে না – তা কি করে হয়। সেটাই হল আবারও। পাওনা টাকার ইস্যুতে সরগরম হল দেশের ক্রিকেটাঙ্গণ। ক্রিকেটারদের এখনও পাওনা টাকা বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দূর্বার রাজশাহীর বিপক্ষে। আর এই অভিযোগ নিয়ে অনুশীলন বয়কট করেছেন ক্রিকেটাররা।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) প্রায় মাঝ পথে চলে এসেছে। নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগে প্রত্যেক খেলোয়াড়কে পাওনা টাকার ৫০ শতাংশ দিয়ে দেওয়ার কথা ফ্র্যাঞ্চাইজিদের। টুর্নামেন্ট চলাকালীন দিয়ে দিতে হবে আরও ২৫ শতাংশ। বাকি ২৫ শতাংশ টাকা দিতে হবে টুর্নামেন্ট শেষে।
সেই পথে আদৌ হাঁটেনি দূর্বার রাজশাহী। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে টুর্নামেন্ট শুরুর দুই-একদিনের মধ্যে পঞ্চাশ শতাংশ পারিশ্রমিক দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও সেটা পূরণ করা হয়নি। দেশি কিংবা বিদেশি – কোনো ক্রিকেটারই একটা টাকাও পাননি দলের কাছ থেকে।
বুধবার সকাল ১০ টা থেকে অনুশীলন করার কথা ছিল রাজশাহীর। তবে, খেলোয়াড়রা কেউ মাঠে আসেনি। সকাল পৌনে এগারোটার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজকের অনুশীলন বাতিল করা হয়েছে। কেন হঠাৎ অনুশীলন বাতিল? – কেঁচো খুড়তে গিয়ে বের হয়ে আসল সাপ। অনুশীলন বয়কট তো বটেই, ম্যাচ না খেলারও হুমকি দিয়ে রেখেছে ক্রিকেটাররা!
ক্রিকেটাররা পারিশ্রমিক না পাওয়ার কথা স্বীকার করেছেন। কেবল দলের কোচরা পারিশ্রমিকের ২৫ শতাংশ পেয়েছেন। আর দলের অন্দরমহলের পরিবেশ যখন এমন – তখন তার প্রভাব মাঠেও পড়েছে। ছয় ম্যাচের মধ্যে মাত্র দু’টিতে জিতেছে এনামুল হক বিজয়ের দল দূর্বার রাজশাহী।
পয়েন্ট তালিকায় নিচের দিকে থাকা দলটা চট্টগ্রাম পর্বে খেলবে চারটি ম্যাচ, তবে এর আগে তাঁরা পারিশ্রমিকের সূরাহা চায়। ফ্র্যাঞ্চাইজির মালিকপক্ষ অবশ্য এই নিয়ে এখন অবধি কোনো রকম মুখ খোলেনি। এখন এই বিরোধের জল কোনদিকে গড়ায়, সেটা সময়ই বলে দেবে।