‘বাজবল’ নিয়ে মাতামাতি স্রেফ ‘গার্বেজ’!

বহুল ব্যবহৃত শব্দটি এবার ইংরেজি অভিধানে যোগ করেছেন হারপান কলিন্স পাবলিকেশন। 

গত এক বছরে ক্রিকেটাঙ্গনে সবচেয়ে উচ্চারিত শব্দগুলোর একটি সম্ভবত ‘বাজবল’। ইংল্যান্ড টেস্ট দলের বর্তমান খেলার ধরনকে এই নাম দিয়েছে বিশ্বের ক্রিকেট অনুসারীরা। আর এই বহুল ব্যবহৃত শব্দটি এবার ইংরেজি অভিধানে যোগ করেছেন হারপান কলিন্স পাবলিকেশন।

তবে ব্যাপারটা হাস্যকর মনে করছেন অস্ট্রেলিয়ান ব্যাটার মার্নাস লাবুশানে। তিনি এটিকে ‘গার্বেজ’ হিসেবে আখ্যায়িত করেছেন। অভিধানে বাজবল শব্দের অন্তর্ভুক্তি নিয়ে এই ডানহাতি বলেন, ‘ওহ ম্যান এটা ‘গার্বেজ’। সত্যি বলতে, আমি জানি না এটা আসলে কি। আপনি কি নিয়ে কথা বলছেন সেটা নিয়ে আমরা কোন ধারণা-ই নেই।’

মূলত ইংল্যান্ড তাঁদের লাল বলের কোচ ব্রেন্ডন ম্যাককালামের অধীনে আগ্রাসী ক্রিকেট খেলা শুরু করেছিল। আর ম্যাককালামের নিকনেইম বাজ থেকে নতুন টার্ম ‘বাজবল’ শব্দের উৎপত্তি – যার অর্থ সাহসী এবং আক্রমণাত্মক ভঙ্গিতে খেলা।

সর্বশেষ অ্যাশেজ সিরিজ দিয়েই বেশি আলোচিত হয়েছে বাজবল। ২-০ তে পিছিয়ে থেকেও ২-২ এ সিরিজ ড্র করতে পেরেছিল বেন স্টোকসের দল, আর এই চার ম্যাচেই তাঁদের আগ্রাসন, আউট অব দ্য বক্স চিন্তাধারা মুগ্ধ করেছে দর্শকদের।

কলিন্স ডিকশনারিতে নাউন (নামবাচক) হিসেবে ‘বাজবল’ ব্যবহার করা হয়েছে; যার ব্যাখা দেয়া হয়েছে এমন, টেস্ট ক্রিকেটের একটি ধরন যেখানে ব্যাটিং দল অত্যন্ত আক্রমণাত্মকভাবে খেলার মাধ্যমে জয় লাভের চেষ্টা করে।আপাতত বইয়ের অনলাইন ভার্সনে শব্দটা যোগ করা হয়েছে, তবে প্রকাশনী সংস্থার লক্ষ্য আগামী সংস্করণে মূল বইয়েও রাখা হবে এটি।

শুধু তাই নয়, গত এক বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দশটি শব্দের সংক্ষিপ্ত তালিকাতেও জায়গা করে নিয়েছে বাজবল। যদিও এটি নিয়ে এত মাতামাতি পছন্দ নয় স্বয়ং কিউই কোচেরও। তিনি বলেন, ‘বাজবল কি সে সম্পর্কে আমার কোন ধারণা নেই। মানুষজন প্রায় এখানে সেখানে এটি ব্যবহার করছে; যা আমার পছন্দ নয়।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...