নেতৃত্বের পরিবর্তনেই পাকিস্তানে সমস্যার উদ্রেক

অধিনায়ক হিসেবে ছিলেন মাত্র একটা সিরিজ। তারপরেই শাহীন শাহ আফ্রিদিকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়। আর হঠাৎ শাহীনকে বাদ দেয়াতেই পাকিস্তানে ক্রিকেটে সমস্যার সৃষ্টি হয়েছে বলে মনে করেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশীদ লতিফ।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য কত রকমের প্রস্তুতিই না নিচ্ছে পাকিস্তান। তবে ফলাফলের দেখাটা ঠিক পাচ্ছে না তাঁরা। ফিটনেস ট্রেনিং, অধিনায়ক পরিবর্তন, নতুন  কোচ নিয়োগ সবকিছুই করা শেষ পাকিস্তান ক্রিকেট বোর্ডের। কোনো কিছুই কাজে আসছে না।

বরং প্রাপ্তি হিসেবে আয়ারল্যান্ডের কাছে প্রথমবারের মত হারের স্বাদই পেতে হয়েছে বাবর-শাহীনদের। তবে সাবেক ক্রিকেটার রশীদ লতিফ মনে করেন শাহীনের অধিনায়কত্ব কেড়ে নেয়াই সব সমস্যার মূল। এই বিষয়ে তিনি বলেন, ‘নিউজিল্যান্ড সিরিজ থেকে বোলিংয়ের কারণেই পাকিস্তানের অধঃপতন ঘটেছে। শাহীন আফ্রিদিকে অধিনায়কের জায়গা থেকে সরানোর পর থেকে সব সমস্যার উদয় হয়েছে।’

তাছাড়া তিনি আরো জানান যে অধিনায়কত্বের দায়িত্ব নেয়ার পর থেকেই বাবর আজম তাঁর দুর্বলতা দেখাচ্ছে।বাবরের অধিনায়কত্বের বিষয়ে লতিফ বলেন, ‘শাহীন আফ্রিদিকে ভুলভাবে অধিনায়কের জায়গা থেকে সরিয়ে দেয়া হয়েছে। বাবরকে পুনরায় দায়িত্ব দেয়ার পর সে তাঁর দুর্বলতাই দেখাচ্ছে। যে ব্যক্তি তাঁকে অধিনায়কের দায়িত্ব দিয়েছেন তাঁর উচিত তাঁকে সঠিকভাবে ব্যবহার করা। দল গঠণ করা হবে বাইরে থেকে, খেলোয়াড় নির্বাচন করবে অন্যকেউ, আবার প্রতিটি সিদ্ধান্তও নেয়া হবে বাইরে থেকে, এতে করে পাকিস্তানের কোনো কিছুই পরিবর্তন হবে না।’

এদিকে আইরিশদের বিপক্ষে পরাজয়ে বোলারদেরই দোষারোপ করেলেন বাবর আজম। দলের ব্যাটিং নিয়ে কিছু না বললেও তিনি ভুল ধরেছেন বোলিং আর ফিল্ডিংয়ে। যত সমস্যাই থাকুক, যত রকমের সমস্যাই  থাকুক না কেনো, পাকিস্তানকে খুব শীঘ্রই সব কিছুর সমাধান বের করতে হবে। কেননা পাকিস্তানের ক্রিকেট ভক্তরা যে, টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপার স্বাদ পেতে মরিয়া হয়ে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link