সাকিবের ফিঁকে রাতেও ফ্যালকনসের রঙিন জয়

মুজিব উর রহমানকে পর পর দু’টো চার মেরে শুরু করেছিলেন সাকিব আল হাসান। ছন্দে ফেরার আভাস ছিল ব্যাটে। শেষ পর্যন্ত ১৩ রানে থামেন, তাঁকে থামিয়ে দেন ওই মুজিব উর রহমানই।

মুজিব উর রহমানকে পর পর দু’টো চার মেরে শুরু করেছিলেন সাকিব আল হাসান। ছন্দে ফেরার আভাস ছিল ব্যাটে। শেষ পর্যন্ত ১৩ রানে থামেন, তাঁকে থামিয়ে দেন ওই মুজিব উর রহমানই।

১০০ স্ট্রাইক রেটের ইনিংস খেলেন  সাকিব। ইন্টেন্ট ছিল, তবে অ্যান্টিগাতে পরিস্থিতির চাহিদা মেটাতে পারেননি তিনি। সাকিব না পারলেও পেরেছেন কারিমা গোরে। গোরের ৫৩ বলে ৬৪ রানের ইনিংসে ভর করেই জিতেছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স।

বার্বাডোজ রয়্যালসের হয়ে ওপেনিংয়ে কুইন্টন ডি কক অর্ধশতক করলেন। আর নিচের দিকে ঝড় তুললেন রোভম্যান পাওয়েল—মাত্র ২৪ বলে অপরাজিত ৫১ রান। সেই ভরসায় ছয় উইকেটে ১৫১ রান তুলল রয়্যালস, যদিও উইকেটের আচরণে স্কোর কিছুটা কম মনে হচ্ছিল।

প্রথম ওভারে ১৪ রান হজম করা সাকিবকে আর বোলিংয়েই ফেরানো হয়নি। লক্ষ্য তাড়া করতে নেমে রাহকিম কর্নওয়ালকে শুরুতেই ফিরিয়ে দিলেন ড্যানিয়েল সামস। কিন্তু, জুয়েল অ্যান্ড্রু আর কারিমা গোরে দাঁড়িয়ে গেলেন।

ধীরে খেললেও রান আসছিল নিয়মিত। জোমেল ওয়ারিকান পরে আঘাত হানলেন, অ্যান্ড্রু এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরলেন। মুজিব আর ওয়ারিকান স্পিনে চাপ দিলেও গোরে ধৈর্য হারাননি।

শেষে সব চাপ কাটিয়ে কারিমা গোরে দলকে জেতালেন। ছয় উইকেট হাতে নিয়ে দুই বল বাকি থাকতেই মসৃণ জয় নিশ্চিত করল সাকিব আল হাসানের ফ্যালকনস। পারফরম না করেও সিপিএলের দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেলেন সাকিব।

Share via
Copy link