উইকেটের শতকে সবার আগে

ভারতের এই সাফল্যের সবচেয়ে বড় কারণ তাঁদের পেসাররা। ইশান্ত শর্মা, মোহাম্মদ শামিদের অভিজ্ঞ লাইন আপে যুক্ত হয়েছেন শার্দুল ঠাকুর কিংবা মোহাম্মদ সিরাজের মত তরুণ পেসাররা। ফলে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে দারুণ এক পেস বোলিং অ্যাটাক তৈরি হয়েছে ভারতের। বিশেষ করে বিদেশের মাটিতে তাঁরা হয়ে উঠে দুরন্ত।

টেস্ট ক্রিকেটে কি দারুণ এক সময় পাড় করছে ভারত। ঘরের মাঠের অপ্রতিরোদ্ধ এই দল এখন বিদেশের মাটিতেও নিয়মিত জয় তুলে নিচ্ছে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মত দেশগুলোকে বলে কয়ে হারাচ্ছে বিরাট কোহলির এই উড়ন্ত ভারত।

তবে ভারতের এই সাফল্যের সবচেয়ে বড় কারণ তাঁদের পেসাররা। ইশান্ত শর্মা, মোহাম্মদ শামিদের অভিজ্ঞ লাইন আপে যুক্ত হয়েছেন শার্দুল ঠাকুর কিংবা মোহাম্মদ সিরাজের মত তরুণ পেসাররা। ফলে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে দারুণ এক পেস বোলিং অ্যাটাক তৈরি হয়েছে ভারতের। বিশেষ করে বিদেশের মাটিতে তাঁরা হয়ে উঠে দুরন্ত।

আজকের এই আয়োজনটা পেসারদের নিয়েই, তাঁদের কথা বলবো যারা টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে পেস বোলিংয়ে দ্রুততম সময়ে পৌছেছেন ১০০ উইকেটের মাইলফলকে।

  • জাসপ্রিত বুমরাহ

সাদা বলের ক্রিকেটে ভারত ও বিশ্বের অন্যতম সেরা পেসারদের একজন বুমরাহ। এই মুহুর্তে ডেথ ওভারে বিশ্বের সবচেয়ে ভয়ানক বোলারও তিনি। তবে সাদা পোশাকের ক্রিকেটে বুমরাহকে একটু দেশে শুনেই ব্যবহার করেছে ভারত। যতটুকু করেছে তাতেই বাজিমাত করে ফেলেছেন এই পেসার।

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে তিনি ভারতের দ্রুততম ১০০ উইকেট নেয়া পেসারে পরিণত হয়েছেন। অর্থাৎ টেস্ট ক্রিকেটে ভারতের পেসারদের মধ্যে তিনি সবচেয়ে কম ম্যাচ খেলে নিয়েছেন ১০০ উইকেট। বুমরাহ ১০০ উইকেট নিতে খেলেছেন মাত্র ২৪ টি টেস্ট।

  • কপিল দেব

এই তাকিকায় বুমরাহর পরেই আছেন ভারতের কিংবদন্তি অলরাউন্ডার কপিল দেব। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই অলরাউন্ডার ব্যাটে বলে সমানতালে পারফর্ম করে গিয়েছেন ভারতের জন্য।

পেসার হিসেবেও তিনি ছিলেন ভারতের অন্যতম সেরা। টেস্ট ক্রিকেটে প্রথম ১০০ উইকেট নিয়েছেন মাত্র ২৫ ম্যাচ খেলেই। এছাড়া পুরো ক্যারিয়ারে ১৩১ ম্যাচ খেলে নিয়েছেন ৪৩৪ উইকেট। টেস্টে ২৩ বার পাঁচ উইকেট নেয়ার কীর্তি আছে এই পেসারের।

  • ইরফান পাঠান

এই তালিকায় আছেন টেস্টে ভারতের আরেক হারিয়ে যাওয়া সম্ভাবনার নাম। টেস্ট ক্রিকেটে কপিল দেবের পর ভারতের আরেক সফল অলরাউন্ডার হতে পারতেন ইরফান পাঠান। তবে টেস্ট ক্যারিয়ারটা খুব বেশি লম্বা হয়নি তাঁর।

তবে এর মধ্যেও ২৮ ম্যাচে টেস্টে ১০০ উইকেট নেয়ার কীর্তি গড়েন এই পেস বোলিং অলরাউন্ডার। দু:খজনক ভাবে মাত্র ২৯ টেস্টেই থেমে যায় তাঁর ক্যারিয়ার। ফলে উইকেট সংখ্যাও আঁটকে আছে ১০০ তেই।

  • মোহাম্মদ শামি

টেস্ট ক্রিকেটে এই মুহূর্তে ভারতের আরেক ভরসার নাম মোহাম্মদ শামি। এই পেসার শুরুটাও করেছিলেন দারুণ। ফলে এই তালিকায় জায়গাঁ করে নিয়েছেন চতুর্থ পেসার হিসেবে।

টেস্টে ১০০ উইকেট নিতে এই পেসার খেলেছেন ২৯ টি টেস্ট। এছাড়া এখন অবধি ভারতের হয়ে খেলেছেন ৫৪ টেস্ট। সেখানে তাঁর ঝুলিতে আছে ১৯৫ উইকেট।

  • জাগাভাল শ্রীনাথ

ভারতের আরেক সফল পেস বোলার জভাগাল শ্রীনাথ আছেন এই তালিকার পঞ্চম অবস্থানে। ওয়ানডে ক্রিকেটে দারুণ সফল এই পেসার টেস্ট ক্রিকেটেও ছিলেন অসাধারণ।

টেস্টে ১০০ উইকেট নিতে এই পেসার খেলেছেন মোট ৩০ টেস্ট। এছাড়া ভারতের হয়ে মোট ৬৭ টেস্ট খেলেছেন তিনি। সেখানে ৩০.৪৯ বোলিং গড়ে নিয়েছেন ২৩৬ উইকেট। টেস্টে ১০ বার পাঁচ উইকেট ও ১ বার দশ উইকেট নেয়ার কীর্তি আছে এই পেসারের।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...