আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করেছে প্রায় প্রতিটি দল। তবে ব্যতিক্রম ছিল পাকিস্তান। তাঁরা সিদ্ধান্ত নিতে সময় নিয়েছে বেশ। অপেক্ষার প্রহরের সমাপ্তি ঘটিয়ে অবশেষে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ঘোষণা করলো বিশ্বকাপের স্কোয়াড।
বাবর আজমকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করে পাকিস্তান। অভিজ্ঞতা এবং তারুণ্যের সমন্বয়ে গঠণ করা হয় পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড। সেই দলে দেখা যাবে সদ্য ইনজুরি থেকে উঠে আসা হারিস রউফকে। তাছাড়া সেখানে আছে তিন জন উইকেটরক্ষক ব্যাটার।
সেই দল বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানের সাথে আছেন ফখর জামান, শাদাব খান, ইফতেখার আহমেদ, সায়িম আইয়ুব, শাহীন শাহ আফ্রিদি। আরো রয়েছে উসমান খান, আজম খান, ইমাদ ওয়াসিম, আবরার আহমেদ। আবার অভিজ্ঞ মোহাম্মদ আমিরের সাথে রয়েছে নাসিম শাহ, আব্বাস আফ্রিদি এবং হারিস রউফের নাম।
আর ট্রাভেলিং রিজার্ভ হিসেবে থাকবেন তিন জন। তাঁরা হলেনঃ সালমান আলী আঘা, হাসান আলী, ইরফান খান নিয়াজি।
পাকিস্তান এই বিশ্বকাপে গ্রুপ ‘এ’ তে রয়েছে। আর গ্রুপ পর্বে তাঁরা মুখোমুখি চির প্রতিদ্বন্দ্বী ভারতের। সেই গ্রুপের অন্যান্য সদস্যরা হলেন, আয়ারল্যান্ড, কানাডা এবং যুক্তরাষ্ট্র। পাকিস্তান এবারের বিশ্বকাপ সূচনা করবে ৬ জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে। আর ৯ জুন হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি ভারতের। ১১ এবং ১৬ জুন যথাক্রমে কানাডা এবং আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে পাকিস্তানের গ্রুপ পর্বে।
বিশ্বকাপের আগে একটি মাত্র সিরিজ খেলবে পাকিস্তান। আর তারপরেই তাঁদের গন্তব্য সুদূর আমেরিকা। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির পর অর্থাৎ আগামী ২২ মে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে দলের সদস্যদের নাম। সেই পর্যন্ত অপক্ষাতেই থাকছে হচ্ছে পাক- ভক্তদের।