মিরপুর স্টেডিয়ামের ফ্লাড লাইটে আগুন!

স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনের ডান পাশের ফ্লাড লাইটে আগুন দেখা যায়। এতে সঙ্গে সঙ্গে শিষ্যদের নিয়ে মাঠ ত্যাগ করেন কোচ চান্দিকা হাতুরুসিংহে।

বরাদ্দ মোটে ১৫ মিনিট। মিরপুরে সাংবাদিকদের তাই দম ফেলারও সময় নেই। এর মধ্যেই ঘটল অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। বৈদ্যতিক গোলযোগে আগুন লাগল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ফ্লাড লাইটে।

এশিয়া কাপকে সামনে রেখে ম্যাচ সিচুয়েশনের অনুশীলন করছিল বাংলাদেশ। মিরপুরের সেন্টার উইকেটে ব্যাট হাতে তখন মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত।

সকাল থেকেই বর্ষণ ছিল। বল চোখে দেখাই মুশকিল। তাই, ফ্লাড লাইট জ্বেলেই চলছিল খেলা। ঘড়িতে তখন বিকাল চারটা।

তখনই ঘটে বিপদ। স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনের ডান পাশের ফ্লাড লাইটে আগুন দেখা যায়। এতে সঙ্গে সঙ্গে শিষ্যদের নিয়ে মাঠ ত্যাগ করেন কোচ চান্দিকা হাতুরুসিংহে। সম্ভবত শর্ট সার্কিটের কারণেই আগুন লাগে। তবে, বিসিবি আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি।

ওই সময় বেশ কিছুক্ষণের জন্য থমথমে পরিস্থিতি বিরাজ করছিল মিরপুরে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়। এরপর আবারও ম্যাচ সিচুয়েশনের প্রস্তুতি মাঠে গড়ায়।

জানিয়ে রাখা ভাল, এশিয়া কাপকে সামনে রেখে সম্প্রতি ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

পাকিস্তান ও নেপালের মধ্যকার ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু হবে আগামী ৩০ আগস্ট। এবার এশিয়া কাপ হচ্ছে হাইব্রিড মডেলে। ভারত ও পাকিস্তান রয়েছে গ্রুপ এ-তে।

অন্যদিকে, বাংলাদেশ রয়েছে গ্রুপ বি-তে। ৩১ আগস্ট শ্রীলঙ্কার সঙ্গে ম্য়াচ দিয়ে নিজেদের এশিয়া কাপের অভিযান শুরু করবেন সাকিব-মুশফিকরা। এরপর তিন সেপ্টেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ পাকিস্তানের মাটিতে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...