বড় নিষেধাজ্ঞায় উসমানের ক্রিকেট ক্যারিয়ার হুমকির মুখে

জন্মভূমিতে ফেরাই কাল হয়ে দাঁড়াল উসমান খানের। এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি) তাঁর উপর পাঁচ বছরের নিষেধাজ্ঞা জারি করেছে।

জন্মভূমিতে ফেরাই কাল হয়ে দাঁড়াল উসমান খানের। এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি) তাঁর উপর পাঁচ বছরের নিষেধাজ্ঞা জারি করেছে। অর্থাৎ আগামী পাঁচ বছরের মধ্যে খেলতে পারবেন না আরব আমিরাতের কোনো টুর্নামেন্টে।

জন্মটা পাকিস্তানে হলেও উসমান ক্রিকেট খেলতেন আরব আমিরাতের হয়ে। আগামী বছরের জুনে আরব আমিরাতের প্রতিনিধিত্ব করার সুযোগ ছিল উসমানের কাছে। সেজন্য আরব আমিরাতের ক্রিকেট বোর্ড তাঁকে রিটেইনার চুক্তির প্রস্তাব পাঠায়।

তবে পাকিস্তান সুপার লিগে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে পাকিস্তানি নির্বাচকদের নজরে আসেন তিনি। মুলতান সুলতান্সের হয়ে দারুণ এক মৌসুম কাটান তিনি। প্রস্তাব পান পাকিস্তানের হয়ে বিশ্ব ক্রিকেটে প্রতিনিধিত্ব করার।  গত ২৬ মার্চ আরম্ভ হওয়া ২৯ জন পাকিস্তানি ক্রিকেটার নিয়ে পাকিস্তানের কাকুলে অবস্থিত ফিটনেস ক্যাম্পে ডাক পান উসমান।

অনেক ভাবনা চিন্তার পর সিদ্ধান্ত নেন দেশের হয়েই ক্রিকেট খেলবেন বাকিটা জীবন। আরব আমিরাতের প্রস্তাব নাকচ করে তিনি যোগ দেন পাকিস্তানের ফিটনেস ক্যাম্পে। আর সেখানেই যত বিপত্তি। ইসিবি তাঁর উপর আগামী পাঁচ বছরের নিষেধাজ্ঞা আরোপ করে।

যাইহোক, পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে আশ্বাস পান উসমান খান। তাঁকে দেখা যেতে পারে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের আসন্ন টি-টোয়েন্টি সিরিজে। যদিও, সেটা নিশ্চিত নয়। ফলে, উসমানের ক্রিকেট ক্যারিয়ারটা একরকম হুমকির মুখেই পড়েছে বলা যায়!

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...