মাত্র চার মাস কাজ করে বিসিবির চাকরি হারালেন পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস। তবে, মন খারাপ হওয়ার কথা নয় তাঁর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে ক্ষতিপূরণ হিসেবে তিন মাসের বেতন বুঝে পেয়েছেন তিনি।
তার জায়গায় এসেছেন অস্ট্রেলিয়ার শন টেইট, গত শ্রীলঙ্কা সিরিজ থেকেই কাজ করছেন তিনি। নিউজিল্যান্ডের সাবেক পেসার অ্যাডামসকে সময়ের আগেই বাদ দেওয়ায় বিসিবিকে গুনতে হয়েছে কড়কড়ে ৪১ লাখ টাকা।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে দুই বছরের চুক্তিতে বাংলাদেশে আসেন সাবেক কিউই অলরাউন্ডার অ্যাডামস। মেয়াদ ছিল ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। তবে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পরই সিদ্ধান্ত হয়ে যায়—আর নয়, বিদায় নিতে হবে তাঁকে।
চুক্তি অনুযায়ী, অ্যাডামসের বেতন ছিল মাসিক ১১,৫০০ ডলার। তাই নিয়ম মেনেই তিন মাসের বেতন দিতে হয়েছে বিসিবিকে। টাকার অংকে যা ৪১ লাখের কিছু বেশি। এই সিদ্ধান্ত নেওয়া হয় গত ৩০ জুন বিসিবির ১৯তম বোর্ড সভায়।
অ্যাডামসের জায়গায় আনা হয়েছে অস্ট্রেলিয়ার সাবেক স্পিডস্টার শন টেইটকে। বাংলাদেশের মাটিতে বিপিএলে কাজ করার অভিজ্ঞতা আছে তাঁর। বিসিবি তাকে প্রতি মাসে দিচ্ছে ১৪ হাজার ডলারেরও বেশি।
অভিজ্ঞতার পাল্লায় কে এগিয়ে, সেটা নিয়ে বিতর্ক থাকলেও, আর্থিক হিসেবে এখনই লসের খাতায় নাম লিখিয়েছে বিসিবি।