অভিষেক টেস্টেই রেকর্ডের শতক!

টেস্ট অভিষেক সব সময়ই বিশেষ কিছু, আর সেই মঞ্চে সেঞ্চুরি করা অন্যরকম মর্যাদার। এমন কিছু তরুণ ক্রিকেটার আছেন যারা নিজেদের প্রথম টেস্টে মাঠে নেমেই বাজিমাত করেছেন। চলুন দেখে নেওয়া যাক অভিষেক টেস্টে সেঞ্চুরি করা সবচেয়ে কম বয়সী পাঁচ ব্যাটারের তালিকা।

টেস্ট অভিষেক সব সময়ই বিশেষ কিছু, আর সেই মঞ্চে সেঞ্চুরি করা অন্যরকম মর্যাদার। এমন কিছু তরুণ ক্রিকেটার আছেন যারা নিজেদের প্রথম টেস্টে মাঠে নেমেই বাজিমাত করেছেন। চলুন দেখে নেওয়া যাক অভিষেক টেস্টে সেঞ্চুরি করা সবচেয়ে কম বয়সী পাঁচ ব্যাটারের তালিকা।

  • মোহাম্মদ আশরাফুল (১৭ বছর ৬১ দিন)

তালিকার প্রথমেই আছেন বাংলাদেশ ক্রিকেটের বিষ্ময়বালক মোহাম্মদ আশরাফুল। ২০০১ সালে এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক ঘটে তাঁর। বয়স তখন মাত্র ১৭ বছর ৬১ দিন। অভিষেক ম্যাচেই ১৬৭ বলে শতরান পূর্ণ করেন, খেলেন ২১২ বলে ১১৪ রানের দুর্দান্ত ইনিংস। সেই থেকে তিনি রয়েছেন টেস্ট অভিষেকে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করার রেকর্ডে শীর্ষে।

  • হ্যামিল্টন মাসাকাদজা (১৭ বছর ৩৫২ দিন)

জিম্বাবুয়ের ডানহাতি ব্যাটার হ্যামিল্টন মাসাকাদজা ২০০১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেকেই নিজেকে লাইমলাইটে নিয়ে আসেন। দ্বিতীয় ইনিংসে ২৫৫ বলে শতক পূর্ণ করেন, শেষ পর্যন্ত ৩১৬ বলে করেন ১১৯ রান। এই ইনিংস দিয়েই তালিকার দ্বিতীয় স্থানটি নিজের করে নেন তিনি।

  • সেলিম মালিক (১৮ বছর ৩২৩ দিন)

পাকিস্তানের সাবেক ব্যাটার সেলিম মালিক ছিলেন নিজের সময়ের দুর্দান্ত প্রতিভা। ১৯৮২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক টেস্টেই দল যখন ব্যাটিং বিপর্যয়ে, তখন দৃঢ়তা দেখান তিনি। ইকবাল কাসিম ও জাভেদ মিয়াঁদাদের সঙ্গে গড়ে তোলেন গুরুত্বপূর্ণ জুটি। ইনিংস শেষে অপরাজিত শতরান নিয়ে মাঠ ছাড়েন, জায়গা নেন তৃতীয় স্থানে।

  • পৃথ্বী শ (১৮ বছর ৩২৯ দিন)

তালিকার পরের নামটা পৃথ্বী শ। তাঁকে বলা হতো ভারতের পরবর্তী শচীন টেন্ডুলকার। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেকে জানান দেন সে কথাই। ওপেনিংয়ে নামা এই ডানহাতি ব্যাটার ৫৬ বলে করেন ফিফটি, আর মাত্র ৯৯ বলে তুলে নেন সেঞ্চুরি। অভিষেকে এমন বিধ্বংসী ইনিংস খেলে তালিকার চতুর্থ স্থানে জায়গা করে নেন তিনি।

 

  • লুহান- ড্রে প্রেটোরিয়াস (১৯ বছর ৯৩ দিন)

জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টেস্টে দক্ষিণ আফ্রিকার দীর্ঘতম ফরম্যাটে অভিষেক হয়েছে লুহান প্রেটোরিয়াসের। দলের ব্যাটিং বিপর্যয়ে মাত্র ৫৩ বলে পূর্ণ করেন অর্ধশতক, এরপর ১১২ বলে পৌঁছান শতরানে। অভিষেক টেস্টেই সেঞ্চুরি করে ইতিহাস গড়েন এই তরুণ, জায়গা করে নেন তালিকার পঞ্চম স্থানে।

বয়স কম হলেও, ব্যাট হাতে অভিষেকে এই পাঁচ জনই দেখিয়েছেন সক্ষমতা। নিজেদের সময়ে নামের পাশে গড়েছেন অসাধারণ এই কৃর্তী।

 

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link